আফগানিস্তানে তালিবানি দাপট। আতঙ্কে কাবুল ছাড়ার মরিয়া চেষ্টা আফগানদের। এখনও পর্যন্ত মৃত ৭। রাজ্যে পালিত হল খেলা হবে দিবস। ‘জিতবে ত্রিপুরা’ জার্সি গায়ে ত্রিপুরাতেও ময়দান কাঁপালেন তৃণমূল সাংসদরা। খেলা হবে দিবসের পালটা কর্মসূচি বিজেপির। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 15 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- সমস্ত নাগরিকের কাছে পৌঁছানো লক্ষ্য সরকারের, বার্তা প্রধানমন্ত্রীর
আরও শুনুন: 14 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির, দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার আরজি
বিস্তারিত খবর:
1. তালিবানি দাপটে কাঁপছে আফগানিস্তান । যে কোনও মূল্যে দেশ ছাড়ার চেষ্টায় প্রত্যেকে। রীতিমতো ঠাসাঠাসি করে বিমানে উঠছে মানুষ। তালিবানি শাসন থেকে রেহাই পেতে প্রাণ হাতে নিয়ে কেউ উঠে পড়ছেন বিমানের ইঞ্জিনে। কেউ আবার বিমানের টায়ার আঁকড়ে দেশ ছাড়ার চেষ্টায়! যার পরিণতি হল মর্মান্তিক। উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল ২ জনের।
রবিবারই কাবুলের দোরগোড়ায় তালিবান উপস্থিত হওয়ার পরেই বোঝা গিয়েছিল অপেক্ষা আর সামান্যই। পরবর্তীতে আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি ইস্তফা দেন। তারপরই আফগানিস্তানে তালিবান শাসনের নয়া অধ্যায়ের সূচনা হয়। এই পরিস্থিতিতে প্রাণ হাতে করে দেশ ছাড়তে মরিয়া প্রত্যেকে। কাবুল বিমানবন্দরে উপচে পড়ছে ভিড়। কর্তৃপক্ষ ভিড় সামলানোর চেষ্টা করলেও তাতে বিশেষ লাভ হয়নি। কোনওমতে বিমানে উঠতে চাইছেন প্রত্যেকে। সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল মর্মান্তিক একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল, বিমানের রানওয়েতে দাঁড়িয়ে কয়েক হাজার মানুষ। বিমানের ভিতরে জায়গা পাওয়া তো দূর অস্ত, টায়ার, ইঞ্জিন আঁকড়ে ধরে দেশ ছাড়তে চেয়েছিলেন সকলেই।
এদিন ফের কাবুল বিমানবন্দরে গুলি চলার ঘটনাও ঘটে। সূত্রের খবর, হুঁশিয়ারি সত্ত্বেও বিমানবন্দরের সামনে জড়ো হওয়া আফগানিস্তানের সাধারণ মানুষের ভিড় সামাল দিতে শূন্যে গুলি চালানো হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনও পর্যন্ত কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। ভিড়ে পদপিষ্ট হয়ে তাঁদের প্রাণহানি হয়েছে বলেই খবর। সব মিলিয়ে এই মুহূর্তে গোটা আফগানিস্তানেই ছড়িয়েছে চূড়ান্ত আতঙ্ক।
2. প্রতিশ্রুতি মতোই রাজ্যে পালিত হল খেলা হবে দিবস। যুবভারতীতে মুখোমুখি হয় ভারত একাদশ ও আইএফএ একাদশ। খেলা হবে দিবসের রেশ ত্রিপুরাতেও। বিজেপির রাজ্যে খেলার ময়দান কাঁপালেন, তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেনরা। প্রত্যেকের পরনে ছিল সাদা-কালো জার্সি। সেখানে লেখা ‘জিতবে ত্রিপুরা’। পশ্চিমবঙ্গের বাইরে গুজরাট, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা – এই তিন রাজ্যে ‘খেলা হবে’ কর্মসূচি পালনের আয়োজন এবং পরিকল্পনা ছিল। এই তিন রাজ্যেই শাসকদল বিজেপি। প্রথম দুই রাজ্যে প্রশাসনের অনুমতি না পেলেও, ত্রিপুরায় শেষ অবধি পালিত হল ‘খেলা হবে’ দিবস। আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান বা আস্তাবল ময়দানে খেলা হল এইদিন। সোমবার সকালে স্বমহিমায় মাঠে দাপিয়ে বেড়ালেন দলের সাংসদরা।
বিস্তারিত খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।