ক্লাব ভাঙচুরকে কেন্দ্র করে রণক্ষেত্র মুচিপাড়া। ভারচুয়াল অনুষ্ঠানে পালিত হবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় বিজেপি-বিরোধী লড়াইয়ে বামেদের কাছে টানার ইঙ্গিত। বদলাচ্ছে মেট্রো পরিষেবার সময়সীমা। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 12 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ল রাজ্যে, বন্ধ থাকছে লোকাল ট্রেন
আরও শুনুন: 11 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- রোমে বিশ্ব শান্তি সম্মেলনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী, থাকবেন পোপ
বিস্তারিত খবর:
1. ক্লাব ভাঙচুরকে কেন্দ্র করে ধুন্ধুমার মুচিপাড়া থানা এলাকা। দরজা ভেঙে বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুচিপাড়া থানার বাইরে। ধৃতের শাস্তির দাবিতে স্লোগান তুলছেন তৃণমূল কর্মীরা। থানার বাইরে বিক্ষোভে শামিল বিজেপিও।
বৃ্হস্পতিবার রাতে এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুচিপাড়া থানা এলাকায়। অভিযোগ ওঠে দুই বিজেপি কর্মীর নামে। অভিযোগ দায়ের হয়। এর প্রতিবাদে মুচিপাড়া থানায় যান সজল ঘোষ ও তার দলবল। শুক্রবার এলাকার একটি ক্লাবে ভাঙচুর চালানো হয়। এরপরই সজল ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাঁর গ্রেপ্তারিকে কেন্দ্র করেই তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। থানার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। অকারণে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন সজল ঘোষ। বিজেপি নেতা সজল ঘোষকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। দরজা ভেঙে গ্রেপ্তারির ঘটনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
2. করোনা আবহে ভারচুয়ালি পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস ২১ জুলাই। এবার ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও হবে ভারচুয়াল অনুষ্ঠান। কালীঘাট থেকে ডিজিটাল মাধ্যমে ভাষণ দেবেন সেদিনের প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এবার তৃণমূলের ছাত্র সংগঠনের নিজস্ব ব্লগ তৈরি করছে TMCP। ১৬ আগস্ট ‘খেলা হবে’ কর্মসূচি সেরে ১৭ আগস্ট তার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
তৃণমূল ছাত্র পরিষদের নতুন ব্লগে থাকবে সংগঠনের সদস্য থেকে নানা বিশিষ্ট মানুষের লেখা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ভ্রমণকাহিনিতে। সেখানে থাকবে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে গড়ে ওঠা নানা পর্যটন কেন্দ্র এবং সৌন্দর্যায়নের ফলে ভোল বদলে যাওয়া নানা এলাকা। থাকছে প্রাক্তন ছাত্র নেতাদের ইন্টারভিউ। ইতিমধ্যে সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অশোক দেব, তাপস রায়-সহ প্রাক্তন ছাত্র নেতাদের ইন্টারভিউ নিয়েছেন বর্তমানে দলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।