ভ্যাকসিন নেওয়ার দিন রোজ যে ওযুধ খান, সেটা খেতে পারবেন কি? বা ভ্যাকসিন নেওয়ার পর কোনও ওষুধ খাওয়া যাবে কি না, এই নিয়ে হয়তো পরিবার বা বন্ধুদের সঙ্গে অনেক আলোচনা করছেন। তবু বুঝতে পারছেন না ঠিক কী করবেন। এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু করবেন না।
আপনি রোজ প্রেসার, সুগারের ওযুধ খান? কিংবা বিশেষ শারীরিক অসুস্থতার জন্যর আপনাকে নিয়মিত কোনও ওযুধ খেতে হয়? সামনে ভ্যাকসিন নেওয়ার ডেট। আপনার মনে অনেক প্রশ্ন। ভ্যাকসিন নেওয়ার আগের দিন বা ভ্যাকসিন নেওয়ার দিন রোজ যে ওযুধ খান, সেটা খেতে পারবেন কি না? বা ভ্যাকসিন নেওয়ার পর কোনও ওষুধ খাওয়া যাবে কি না। এই নিয়ে হয়তো পরিবার বা বন্ধুদের সঙ্গে অনেক আলোচনা করছেন। সেখান থেকে এত মতামত আসছে যে আপনি বিভ্রান্ত। বুঝতে পারছেন না কী করবেন। শুনুন, এই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছু করবেন না।
আরও শুনুন: হারানো SMART PHONE সুইচড অফ? খুঁজে পাবেন কোন উপায়ে?
করোনা বিশেষজ্ঞ ডাঃ সায়ন গুপ্ত বলছেন, অনেককেই নিয়মিত ব্লাড থিনার জাতীয় ওষুধ যেমন মরফিরিন, অ্যাসিট্রম খেতে হয়। ভ্যাকসিন নেওয়ার আগে বা পরে এই জাতীয় ওষুধ বেশ কিছুদিন নেওয়া যাবে না। অনেক ব্লাড থিনার আছে যেগুলো ইনজেক্টেবল, সেগুলোও নেওয়া যাবে না। এই ধরনের ভ্যাকসিন মূলত ইন্ট্রামাসকুলার ইনজেকশন। ভ্যাকসিনের আগে ব্লাড থিনার নিলে, ব্লিডিং বন্ধ হবে না। ব্লাড ক্লটও করতে পারে। আবার কিছু ব্লাড থিনার আছে যেমন আ্যাসপিরিন বা প্রোটিটোগেল – ভ্যাকসিন নিলেও নেওয়া যায়। বাকি সমস্ত ওষুধ যা আপনি প্রেসার বা সুগারের জন্য খান, সেগুলো নিশ্চিন্তে খেতে পারেন। যাঁদের সিওপিডি, হার্ট বা হাঁপানির সমস্যা আছে তাদের ফ্লু বা নিউমোকক্কাল জাতীয় ভ্যাকসিন নিতে হয়। করোনা ভ্যাকসিন নেওয়ার সাতদিনের মধ্যে এই ধরনের ভ্যাকসিন নেবেন না। যে হাতে করোনা ভ্যাকসিন নিয়েছেন, সেই হাতে আর কোনও ভ্যাকসিন নেবেন না।
আরও শুনুন: স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে চান? জেনে রাখুন এই বিষয়গুলো
করোনা দ্বিতীয় ঢেউ চলে যাচ্ছে। আসছে তৃতীয় ঢেউ। ওয়েবসিরিজও এত তাড়াতাড়ি রিলিজ করে না। ভাবুন তো করোনা ভাইরাস নিয়ে কথা হয় নি এমন একদিনও গেছে? কোন ভ্যাকসিন নিলেন, ভ্যাকসিনের উপকারিতা কী, বোঝাতে গিয়ে বেশ সময় কাটছে। তার সঙ্গেই উঠে আসছে কত প্রসঙ্গ। ভ্যাকসিন নেওয়ার আগে, পরে কী করবেন কী করবেন না – তা বেশ লম্বা লিস্ট।
বাকিটা শুনুন প্লে-বাটন ক্লিক করে।