কুম্ভ নিয়ে সোশাল মিডিয়ায় যত মাতামাতি। ভিডিও দেখেই প্রয়াগ ভ্রমণ সারছেন অনেকে। একইসঙ্গে জারি সোশাল নিষেধাজ্ঞা। একাধিক ভিডিওতে দাবি করা হচ্ছে, কুম্ভের পরিস্থিতি ভয়ঙ্কর। কিন্তু এই সমস্ত অভিযোগ কি আদৌ সত্যি?
মৃত্যুমিছিল। ভয়ঙ্কর যানজট। চরম অব্যবস্থা। কুম্ভ নিয়ে এমন দাবি জানাচ্ছেন অনেকেই। দাবি, নিজেরা কুম্ভমেলায় গিয়ে এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন। সেইসব রিল-ভিডিও দেখে অনেকেই আতঙ্কিত হচ্ছেন। কিন্তু সোশাল মিডিয়ার এই যাবতীয় দাবি, আদৌ সত্যি? কেন্দ্রের সাম্প্রতিক পদক্ষেপের পর তা অন্তত বলা যাচ্ছে না আর।
:আরও শুনুন:
শুধু রিল নয়, কুম্ভের ছবি ধরা পড়বে বড় পর্দাতেও! প্রয়াগের মেলায় তৈরি হচ্ছে আস্ত সিনেমা
ভুয়ো খবর নিয়ন্ত্রণে বরাবরই সোশাল মিডিয়ায় কড়া নজর থাকে প্রশাসনের। কোনওভাবে ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হয়। সম্প্রতি ঘটেছে ঠিক তাই। অভিযোগ, কুম্ভ নিয়ে ভুয়ো খবর রটানো হচ্ছে। আর সেই অভিযোগে ১৪০টি সোশাল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। ওইসব অ্যাকাউন্টের নেপথ্যে থাকা ১৩ জনের বিরুদ্ধে এফআইআর অবধি দায়ের হয়েছে। সেইসঙ্গে প্রকাশ্যে আনা হয়েছে, ঠিক কেমন খবর রটানো হয়েছে কুম্ভ সম্পর্কে।
তালিকার শুরুতেই আছে মৃত্যু নিয়ে ভুল তথ্য। একথা ঠিক যে, কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে অনেকেই মারা গিয়েছেন। সরকারের তরফে মৃতের সংখ্যা বলা হয়েছে ৩০জন। সেই নিয়ে আপত্তি তুলেছেন বিরোধী শিবিরের অনেকেই। মৃতের সংখ্যা লুকোনো হচ্ছে এমন দাবিও তুলেছেন কেউ কেউ। তবে সোশাল মিডিয়ায় কিছু ভিডিওতে দাবি করা হয়েছে, মৃতের সংখ্যা ৩০০-রও বেশি। যা একেবারেই সত্যি নয় বলে দাবি প্রশাসনের। এমনকি যে ভিডিও দেখিয়ে ওমন দাবি করা হয়েছে, সেটিও বেশ কয়েকবছরের পুরনো, কোনও এক অগ্নিকাণ্ডের ঘটনা। তার সঙ্গে কুম্ভের কোনও যোগ নেই। এখানেই শেষ নয়, কুম্ভ মেলায় চরম অব্যবস্থা দাবি করে যেসব ভিডিও ভাইরাল হচ্ছে, তারও বেশিরভাগ ভুয়ো। সেসব দেখে আতঙ্কিত হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই কুম্ভে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন। কেউ কেউ কুম্ভে যাওয়া পরিজনের চিন্তায় ব্যকুল হচ্ছেন। তাতে সোশাল মিডিয়ার কী লাভ হচ্ছে তা জানা নেই, তবে এর জেরে যে কুম্ভ নিয়ে চর্চা আরও জোরালো হচ্ছে তা বলাই যায়।
:আরও শুনুন:
কুম্ভের ভিড়ে বেড়েছে ট্র্যাফিক জ্যাম! নাকাল প্রয়াগের বাসিন্দারা, আটকে যাচ্ছে বিয়েও
আসলে, এবারের কুম্ভে ভিড় বা ব্যবসা নিয়ে যোগী সরকার যা দাবি করেছে, তা একেবারেই মানতে নারাজ বিরোধী শিবির। বারেবারে বিভিন্ন প্রসঙ্গে কুম্ভের খারাপ দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে, সংসদও এই নিয়ে উত্তাল হয়েছে। সম্প্রতি এই বিষয়টাকে সামনে রেখে বিরোধীদের একহাত নিয়েছেন প্রধানমন্ত্রীও। এই আবহে কুম্ভ নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে কড়া পদক্ষেপ করা হল ১৪০টি সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে।