লাগাতার বিতর্কিত মন্তব্যের জের। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীক শোকজ করল তৃণমূল। সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে হাই কোর্টে মামলা দায়ের সিবিআইয়ের। তপসিয়ায় হেলে পড়ল বহুতল। ওয়াকফ নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল। শাসক দলের সঙ্গে বাদানুবাদ, ওয়াকআউট বিরোধীদের। সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ১০ সাংসদ। তিন ধরনের প্যাকেটজাত দুধের দাম কমাল আমুল। বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা আইসিসির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বারবার বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূল নেতাকে শোকজ করল বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার নবান্নে ডেকে নারায়ণ গোস্বামীর হাতে শোকজ লেটার দেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে কতদিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে, সে সংক্রান্ত কোনও তথ্য ওই চিঠিতে উল্লেখ নেই। তবে জানা গিয়েছে, ইতিমধ্যেই নিজের মন্তব্যের জন্য ভুল স্বীকার করেছেন অশোকনগরের বিধায়ক। আবেগের বশে নানা বিতর্কিত মন্তব্য করে ফেলেছেন বলেই দাবি তাঁর। সম্প্রতি অশোকনগরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা গিয়েছিল বিধায়ককে। মঞ্চে দাঁড়িয়ে একের পর এক ‘চটুল’ রসিকতা করতে থাকেন তিনি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়। বিষয়টা দলেরও কানে পৌঁছয়। মনে করা হচ্ছে এই ঘটনা এবং পূর্বের সমস্ত আচরণের জেরেই শাস্তির খাঁড়া নেমে এল নারায়ণ গোস্বামীর উপর।
2. আর জি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি। শুক্রবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল সিবিআই। গত ১৮ জানুয়ারি আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। তবে আদালতের এই রায়ে খুশি হতে পারেননি অভয়ার পরিবার সহ অনেকেই। সকলেই চেয়েছিলেন সঞ্জয়ের ফাঁসি হোক। এই নিয়ে সেদিনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেইসময় হাই কোর্টে রাজ্যের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইয়ের আইনজীবী বলেন, মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ পরিবার, সিবিআই কিংবা দোষী হাই কোর্টের দ্বারস্থ না হলে, রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে? যদিও এ প্রসঙ্গে রাজ্যের আইনজীবী জানান, পরিবার, রাজ্য, সিবিআই এবং অভিযুক্ত, চার পক্ষই মামলা করতে পারে। এসবের মাঝেই সঞ্জয়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির দাবিতে আদালতে গেল সিবিআই-ও। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাকের দৃষ্টি আকর্ষণ করে তদন্তকারী দলের আইনজীবী। জানা গিয়েছে, মামলার অনুমতি মিলেছে। মনে কর হচ্ছে, আগামী সোমবার এই মামলার শুনানি হতে পারে হাই কোর্টে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।