বাংলাদেশে ক্রমেই সক্রিয় হচ্ছে জেহাদি শক্তি। অশান্তির আবহে মুর্শিদাবাদে এসটিএফের জালে ২ যুবক। আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। হাতাহাতি কাণ্ডে রক্ত ঝরল বিজেপি সাংসদের, রাহুলের বিরুদ্ধে FIR। আস্থা নেই সিবিআইয়ে। নতুন করে তদন্তের দাবিতে হাই কোর্টে অভয়ার বাবা-মা। ফের ধর্মতলায় ধরনা চিকিৎসকদের, অনুমতি দিল হাই কোর্ট।আম্বেদকর ইস্যুতে শাহী মন্তব্যে ‘স্তম্ভিত’ মুখ্যমন্ত্রী।
হেডলাইন:
আরও শুনুন:
18 ডিসেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, শুক্রে সঞ্জয়ের বয়ান শুনবে আদালত
বিস্তারিত খবর:
1. বাংলাদেশ অশান্তির আবহে মুর্শিদাবাদ থেকে অসম এসটিএফের জালে ২ যুবক। মনে করা হচ্ছে, এরা বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিনের সদস্য। দেশজুড়ে ছড়িয়ে থাকা জাল পাসপোর্ট চক্রের সঙ্গে এদের সক্রিয় যোগ রয়েছে বলেই সন্দেহ। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মহম্মদ আবাস ও মিনারুল শেখ নামে দুই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ও একটি পেন ড্রাইভ উদ্ধার হয়েছে। আপাতত দুজনকে তাদের হেফাজতে নিয়ে জীজ্ঞাসাবাদ চলছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলাদেশে হাসিনা পরবর্তী জমানায় ক্রমেই শক্তি বাড়াচ্ছে জামাত-উল মুজাহিদিন, আনসারুল্লা বাংলা টিম, হিজবুত তাহারির মতো মৌলবাদী শক্তিরা। এমন পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তের রাজ্যগুলিতে জেহাদিরা যে ঢোকার চেষ্টা করবে, তা বলার অপেক্ষা রাখে না। গোয়েন্দাদের সন্দেহ, বছর আটেক ধরেই বাংলা ও অসমে সক্রিয় জেএমবি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ক্রমাগত মডিউল তৈরির চেষ্টা চালাচ্ছে তারা। যাতে প্রয়োজনমাফিক সেই মডিউলগুলিকে সক্রিয় করতে পারে। জামাতের মডিউলের খোঁজে ইতিমধ্যে কলকাতার বুকেও হানা দিয়েছে এনআইএ। গ্রেপ্তার হয়েছে একাধিক সন্দেহভাজন। তাই পড়শি দেশের অশান্ত পরিস্থিতে বাংলা, অসম, মেঘালয়ের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলি।
2. আম্বেদকর ইস্যুতে উত্তাল সংসদ। কংগ্রেস-বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কিতে ঝরল রক্ত বিজেপি সাংসদের। অভিযোগ, রাহুল গান্ধীর ধাক্কাতেই আহত হয়েছেন তিনি। ইতিমধ্যেই বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিজেপি। একইসঙ্গে বিজেপির দুই আহত সাংসদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোঁজ নিয়েছেন তাঁদের শারীরিক অবস্থার।
বৃহস্পতিবার সংসদ চত্বরে বেনজির হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা। তাতে ওড়িশার বালাসোরের সাংসদ প্রতাপ সারেঙ্গীর মাথা ফেটেছে। গুরুতর জখম হয়েছেন উত্তরপ্রদেশের ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতও। বিজেপির অভিযোগ, ওই দুই সাংসদই জখম হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায়। রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। সারেঙ্গীর মাথা ফেটে রক্ত ঝরে। মুকেশও আহত হয়ে হাসপাতালে ভর্তি। তবে কংগ্রেস অন্য কথা বলছে। হাত শিবিরের অভিযোগ, কংগ্রেস সাংসদরা সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা বাধা দেন। দাবি তাঁরা লাঠিসেটা হাতে করে সংসদে এসেছিলেন। খোদ রাহুল গান্ধীর দাবি, “আমি সংসদে ঢুকতে গেলে বিজেপি সাংসদরা ঘিরে ধরেন। আমাকে ধাক্কা দেওয়া হয়। ধাক্কাধাক্কি বলতে এটুকুই হয়েছে।” তবে দোষ প্রমানিত হলে শাস্তি পাবেন রাহুল। বিজেপির আনা অভিযোগ মোতাবেক সর্বোচ্চ দশ বছরের জেল অবধি হতে পারে তাঁর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।