পুলিশের জালে কসবা কাণ্ডের মাস্টারমাইন্ড। কাউন্সিলর সুশান্তকে আশ্বাস মমতার। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। ২৬-এ একসঙ্গে লড়ার বার্তা সদস্যদের। মণিপুরে হিংসা রুখতে মুক্তহস্ত দেওয়া হল নিরাপত্তা বাহিনীকে। মোদি-রাহুলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নোটিস কমিশনের। ১৮ নভেম্বরের মধ্যে জবাব। পারথ টেস্টে বাদ শুভমন গিল, রোহিতের দলে থাকা নিয়েও অনিশ্চয়তা।
হেডলাইন:
আরও শুনুন: 14 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- ট্যাব কেলেঙ্কারির তদন্তে SIT, ১০ সদস্যের দল গড়ল কলকাতা পুলিশ
আরও শুনুন: 15 নভেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- রাজনৈতিক ঝঞ্ঝার জের, কলকাতা বইমেলায় অনিশ্চিত বাংলাদেশের অংশগ্রহণ
বিস্তারিত খবর:
1. কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলিচালনা, অল্পের জন্য প্রাণরক্ষা – ঘটনা ঘিরে তোলপাড় শহর। যদিও পুলিশের জালে ধরা পড়েছে কসবা কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ ইকবাল। পূর্ব বর্ধমানের গলসি থেকে আটক করা হয়েছে তাকে। ধৃতকে জেরা করে ঘটনার শিকড়ে পৌঁছনো যাবে বলে আশাবাদী তদন্তকারীরা।
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে যারা পর্যন্ত ধরা পড়েছে, তারা ভিনরাজ্যের। অভিযুক্ত পুলিশের জেরায় স্বীকার করেছে, খুনের জন্য আড়াই হাজার টাকা অগ্রিম সুপারি নিয়েছিল সে। তবে শেষমুহূর্তে বন্দুকের ট্রিগার জ্যাম হয়ে যাওয়ায় গুলি বেরয়নি বলে কাউন্সিলর প্রাণে রক্ষা পান। এনিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম পুলিশকে নিশানা করে কড়া বার্তা দিয়েছিলেন। এছাড়া সুশান্তকে ফোন করে খোঁজ নেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও। খোঁজ নিয়েছেন অভিষেকও। দলের আশ্বাস পেয়ে নতুন করে লড়াইয়ের বার্তা দিয়েছেন সুশান্তও। পুলিশের প্রতি আস্তা রাখছেন তিনি। আগামী কিছুদিনের মধ্যেই ঘটনার বাকি তদন্ত সম্পূর্ণ হবে বলেই মনে করছেন সুশান্ত।
2. মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক। মুখোমুখি বসলেন অনুব্রত মণ্ডল ও কাজল শেখ। বৈঠকে দেখা গেল ঐক্যের ছবি। শনিবার লাভপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে ছিলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ আরও অনেকে। এদিন ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে সকলেই ঐক্যের বার্তা দিয়েছেন। মমতার নির্দেশ মেনে ছাব্বিশের ভোটে একসঙ্গে লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ কোর কমিটির সদস্যরা, বৈঠকের পর এমনটাই জানালেন আহ্বায়ক। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া কোর কমিটি ছিল ৬ সদস্যের। শনিবার তাতে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও অন্তর্ভুক্ত করে নেওয়ায় সদস্য সংখ্যা দাঁড়াল সাত। এদিন তাঁকে ‘অভিভাবক’ বলে উল্লেখ করে দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়েছেন কাজল শেখ। তাঁর কথায়, “উনি আমাদের অভিভাবক। আমার রাজনৈতিক গুরু। যেভাবে বলবেন, আমরা সবাই চলব।” কাজল আরও বলেন, “জেলায় ভালো ফলাফলের জন্য সকলে একসঙ্গে ঝাঁপাব। কীভাবে কাজ হবে, তা আলোচনা হয়েছে বৈঠকে।” পরে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর বক্তব্যেও একই সুর শোনা গেল। আগামীদিনে অনুব্রতকে অভিভাবক হিসেবে সঙ্গে নিয়েই সকলে একসঙ্গে চলবেন, এদিনের বৈঠকে এমনটাই স্পষ্ট করলেন বীরভূমের কোর কমিটির সদস্যরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।