গণতন্ত্র বাঁচাতে একজোট হওয়ার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। পেগাসাস কাণ্ডে দুই সাংবাদিকের মামলার ভিত্তিতে শুনানির সম্ভাবনা সুপ্রিম কোর্টে। বিজেপি শাসিত রাজ্যের তুলনায় কম ভ্যাকসিন পেয়েছে বাংলা। শহরে মেট্রোর দৌড় এবার Sector V থেকে Sealdah পর্যন্ত। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 29 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত
আরও শুনুন: 28 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- ‘লিডার নই, আমি ক্যাডার’, সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে বক্তব্য মমতার
বিস্তারিত খবর:
1. পাঁচ দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে ফের বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, “গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও। গণতন্ত্রকে বাঁচাতে একজোট হতে হবে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে লড়াই চলবে। ” একইসঙ্গে প্রতি দু’মাস অন্তর দিল্লি যাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি।
শুক্রবার দিল্লি ছাড়ার আগে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিরোধী জোটের আগামী রূপরেখা এঁকে দেন তিনি। বলেন, “দেশকে বাঁচাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে। তাই একজোট হয়ে লড়াই হবে। বহু বিরোধী নেতার সঙ্গে দিল্লিতে দেখা হয়েছে, কথা হয়েছে। কোভিড নিয়মের জন্য সংসদের সেন্ট্রাল হলে যেতে পারিনি। তাই অনেকের সঙ্গে দেখা হয়নি।” মূল্যবৃদ্ধিকে ইস্যু করে বিজেপিকে কোণঠাসা করতে বিরোধীদের লাগাতার আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তিনি।
মনে করা হয়েছিল এই সফরে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করবেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু বাস্তবে তা হয়নি। সেই প্রসঙ্গে এদিন তৃণমূল নেত্রী বলেন, “এবার ওঁদের সঙ্গে দিল্লিতে দেখা হয়নি। ওঁরা কেউ তো যোগাযোগ করেননি। তবে যখন বাংলায় গিয়েছিলেন তখন কথা হয়েছে। কৃষক আন্দোলনের পাশেই আছি আমি।”
২। পেগাসাস কাণ্ডে অবসরপ্রাপ্ত বা কর্মরত বিচারপতির নজরদারিতে তদন্ত চাই। দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই সাংবাদিক। আগামী সপ্তাহে তাঁদের আবেদন শুনতে পারে শীর্ষ আদালত। শুক্রবার এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা।
দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকের ফোনে আড়ি পাতার অভিযোগ উঠেছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। যা ঘিরে উত্তাল দিল্লির রাজনীতি। সংসদের ভিতরে-বাইরে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তাঁরা। এ বিষয়ে তদন্তের দাবিতে দুই বিচারপতির নেতৃত্বে কমিটি গড়েছে রাজ্য সরকার। এমনকী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে এই ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করেছেন তিনি। তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুই সাংবাদিক এন রাম এবং শশী কুমার। দাবি ছিল, বিচারপতির নেতৃত্বে পেগাসাস কাণ্ডের তদন্ত হোক। এদিন তাঁদের আরজি গ্রহণ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
বিস্তারিত খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।