আর জি কর মামলায় চার্জ গঠন সিবিআইয়ের। ‘সরকার ফাঁসাচ্ছে’, দাবি একমাত্র অভিযুক্ত সঞ্জয়ের।মার্কিন মুলুকে শুরু ভোটগ্রহণ পর্ব। শেষ সমীক্ষায় এগিয়ে কমলাই, নজরে ৭ সুইং স্টেটের ভোট। নারী নির্যাতন নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল বোস। পালটা খোঁচা কুণালের। মেয়ের সুবিচারের আশায় শুভেন্দু অধিকারীর দ্বারস্থ অভয়ার বাবা-মা। উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে খরস্রোতা নদীতে যাত্রীবোঝাই বাস। ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২৯ যুদ্ধবিমান। অল্পের জন্য প্রাণরক্ষা পাইলটের।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ৮৭ দিন পর শুরু হল চার্জ গঠন প্রক্রিয়া। শিয়ালদহ আদালতে সোমবার অভিযুক্ত সঞ্জয় রায়কে পেশ করা হয়। সিবিআইয়ের চার্জশিটে একমাত্র অভিযুক্ত হিসেবে এই সঞ্জয় রায়ের নামই রয়েছে। রুদ্ধদ্বার কক্ষে তাঁর বিরুদ্ধে শুরু হয় চার্জ গঠন প্রক্রিয়া। তবে এদিন আদালত থেকে বেরনোর সময় অভিযুক্ত সঞ্জয়ের দাবি, “সরকার আমাকে ফাঁসাচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখাচ্ছে।” সঞ্জয়ের কথায়, খুন বা ধর্ষণ কিছুই সে করেনি। এর আগেও শুনানির সময় একাধিকবার সঞ্জয় বার বার দাবি করেছে, সে নির্দোষ। তাকে ফাঁসানো হচ্ছে। এদিন ফের একই দাবি শোনা গেল তার মুখে। এদিন আদালতে সিবিআইয়ের তরফে ফের দাবি করা হয়, ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্র হয়েছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিত মণ্ডল এর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধেও চার্জশিট পেশ করতে চায় সিবিআই। তবে যথোপযুক্ত প্রমাণ এখনও হাতে আসেনি। জানা যাচ্ছে, আগামী ১১ নভেম্বরের পর থেকে প্রায় প্রতিদিন শুনানি হবে আদালতে।
2. আগামী ৫ নভেম্বর মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে শুরু হল ভোটগ্রহণ পর্ব। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। দুজনেরই ভাগ্য নির্ধারণ হবে ৭টি অনিশ্চিত রাজ্য বা ‘সুইং স্টেট’- এর ভোটের ফলাফলের ভিত্তিতে। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নানা দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ইউক্রেন থেকে গাজার যুদ্ধ পরিস্থিতি, চিন ও ভারতের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশ্বের সামরিক শক্তির নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ের ভবিষ্যত কী হবে, তা নির্ভর করবে এই নির্বাচনের ফলাফলের উপর। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প অথবা ডেমোক্র্যাট কমলা হ্যারিসের জয়ের ভিত্তিতে এলোমেলো হয়ে যেতে পারে সব সমীকরণ। নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, টানটান যুদ্ধে খানিকটা এগিয়ে ডেমোক্র্যাট কমলা হ্যারিস। শেষ পর্বের সমীক্ষা বলছে নির্বাচনে পাল্লাভারি তাঁরই। তবে ‘সুইং স্টেট’ বা খাঁটি শ্বেতাঙ্গ ভোটের জোরে ট্রাম্পের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।