রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়ল ১৫ আগস্ট পর্যন্ত। নিম্নচাপের জেরে জলমগ্ন কলকাতা ও জেলা। মমতার সঙ্গে সাক্ষাতের পর আশাবাদী জাভেদ-শাবানা। ত্রিপুরায় তৃণমূল-বিজেপি বিবাদ অব্যাহত। শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।
হেডলাইন:
আরও শুনুন: 28 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- ‘লিডার নই, আমি ক্যাডার’, সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে বক্তব্য মমতার
আরও শুনুন: 27 জুলাই 2021: বিশেষ বিশেষ খবর- দিল্লিতে মোদি-মমতা বৈঠক, রাজ্যের জন্য চাইলেন বাড়তি টিকা
বিস্তারিত খবর:
1. করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে জারি কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ল। আজ নতুন বিজ্ঞপ্তি ঘোষণা করল নবান্ন। আগামী ১৫ আগস্ট পর্যন্ত ফের বাড়ল বিধিনিষেধ।
আজকের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে জারি থাকা বিধিনিষেধে কোনও বদল নেই। দোকান, বাজার নির্দিষ্ট সময় অনুযায়ী খোলা থাকবে। আমজনতার জন্য বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা। বেসরকারি এবং সরকারি দপ্তরে কাজের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমের উপর বেশি জোর দেওয়া হয়েছে। ছাড় মিলেছে সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে। তবে Indoor Hall-এ অনুষ্ঠানের আয়োজন করতে হবে।
মাস্ক-স্যানিটাইজার ব্যবহার এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলায় গুরুত্ব দিতে হবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ জারি রয়েছে। স্বাস্থ্য পরিষেবা, আইনশৃঙ্খলার সঙ্গে যুক্ত পরিষেবা এবং অন্যান্য জরুরি পরিষেবা ছাড়া এই সময়ে যানবাহন এবং রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা জারি।
নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে নবান্নের কোভিড নির্দেশিকায়।
2. উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। তার জেরে বুধবার রাত থেকেই বৃষ্টিতে ভাসছে গোটা রাজ্য। জল যন্ত্রণায় জেরবার কলকাতা-সহ গোটা বাংলার মানুষ। আগামী কালও একইরকম বৃষ্টি হতে পারে বলে খবর। দুই ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূ্র্ব ও পশ্চিম মেদিনীপুর- এই ৬ জেলায় জারি লাল সতর্কতা।
এমনিতেই করোনা পরিস্থিতিতে কর্মস্থলে পৌঁছতে ভোগান্তির শিকার হতে হয় মানুষকে। এর মধ্যেই সপ্তাহের মধ্যভাগে টানা বৃষ্টির জেরে রীতিমতো সমস্যায় সাধারণ মানুষ। বৃহস্পতিবার কার্যত গোটা কলকাতাই জলের নিচে। শুধু কলকাতাই নয়, সব জেলার ছবিটাই প্রায় এক। হলদিয়া টাউনশিপ এলাকা রীতিমতো জলের নিচে। নিকাশি ব্যবস্থা না থাকায় আটকে রয়েছে জল। সেই কারণে এদিন ক্ষোভে ফেটে পড়েন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দারা।
3. রাজনৈতিক পরিসর পেরিয়ে এবার দেশের সংস্কৃতি জগতে বিচরণ মমতার । বৃহস্পতিবার তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করলেন বলিউডের কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার এবং খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি। ২০২৪-এ দেশে পরিবর্তন আসবেই, মমতার সঙ্গে সাক্ষাতের পর দৃঢ়প্রত্যয়ী মোদি বিরোধী হিসাবে খ্যাত দম্পতি।
মমতার নেতৃত্বেই কি ২০২৪-এ কেন্দ্রে পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতারের বক্তব্য, “কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশে পরিবর্তন আসাটাই আসল ব্যাপার। দেশের সার্বিক পরিস্থিতি বদলাতে হবে। আমার মনে হয়, ২০২৪-এ পরিবর্তন আসা দরকার। এবং পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও উন্নতি হবে। সূত্রের খবর, ‘খেলা হবে’ নিয়ে জাভেদ আখতারকে একটি গান লেখারও অনুরোধ জানিয়েছেন মমতা।
বিস্তারিত খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।