৯ বছরের কিশোরীকে নদী থেকে তুলে ধর্ষণ। কুমারগ্রামে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা। গ্রেপ্তার প্রতিবেশী যুবক, ফাঁসির দাবিতে সরব পরিবার। মহম্মদ সেলিমকে ‘ধর্ষক’ তকমা সোশ্যাল মিডিয়ায়। বিকৃত পোস্ট আর জি কর কর্মসূচি নিয়েও। তৃণমূলের ষড়যন্ত্র, অভিযোগে লালবাজারের দ্বারস্থ বাম নেতা। পুরীর রত্নভাণ্ডারে নেই কোনও গোপন কুঠুরি। এএসআই-এর সমীক্ষার রিপোর্ট টেনে দাবি ওড়িশার মন্ত্রীর। ওয়াংখেড়ের স্পিন ঘূর্ণিতে দিশেহারা কিউয়ি ব্যাটাররা। দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজে রোহিত ব্রিগেড।
হেডলাইন:
আরও শুনুন: 31 অক্টোবর 2024: বিশেষ বিশেষ খবর- বাড়িতে কালীপুজোর আয়োজন মুখ্যমন্ত্রীর, আলোর উৎসব বাংলাজুড়ে
বিস্তারিত খবর:
1. উৎসবের আবহেই ফের ধর্ষণের ঘটনা আলিপুরদুয়ারে। কুমারগ্রামে ৯ বছরের এক নাবালিকাকে নদী থেকে তুলে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নাবালিকা। গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী যুবককে। ধর্ষকের ফাঁসির দাবিতে সরব পরিবার।
জানা গিয়েছে, কুমারগ্রাম ব্লকের হলদিবাড়ির বাসিন্দা ওই নাবালিকা কালীপুজোর প্রসাদ খেতে গিয়েছিল দুটি মণ্ডপে। এরপর বন্ধুদের সঙ্গে খেলাধূলা করে নদীতে স্নান করতে নেমেছিল। অভিযোগ, নদী থেকে নাবালিকাকে তুলে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এলাকারই যুবক কাজল মণ্ডল। সমস্ত ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দারা অভিযুক্তকে তুলে দেন পুলিশের হাতে। এর আগেই ফালাকাটায় ৬ বছরের এক নাবালিকাকে জিলিপি খাওয়ানোর নাম করে ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে। তার ২৪ ঘণ্টার ব্যবধানে ফের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ার।
2. সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ‘ধর্ষক’ তকমা সোশ্যাল মিডিয়ায়। একইসঙ্গে আর জি কর ইস্যুতে সিপিএমের প্রতিবাদ কর্মসূচি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট বিকৃত করার অভিযোগ। লালবাজারের দ্বারস্থ হয়ে অভিযুক্তের কড়া শাস্তির দাবি সেলিমের।
অভয়ার সুবিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহের কর্মসূচি ছিল সিপিএমের। সেখানে অংশ নিতে দেখা যায় মহম্মদ সেলিমকে। সেই ছবিই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন দলের এক সমর্থক। যা বিকৃত করে রিটুইট করেছেন পার্থ গঙ্গোপাধ্যায় নামে একজন। সেলিমের দাবি, ওই ব্যক্তি তৃণমূলের সক্রিয় সমর্থক। এক্স হ্যান্ডেলে তাঁর পোস্ট বিকৃত করে ‘ধর্ষক’ তকমা দেওয়া তাঁর এবং দলের মানহানি করেছে, অভিযোগ সেলিমের। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ, লালবাজারে দীর্ঘ অভিযোগপত্র পেশ করে আর্জি বাম নেতার।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।