বাজি নয়। দীপাবলিতে টাকা পুড়িয়েছেন ব্যক্তি। সেই ভিডিও পোস্ট করেছেন নেটদুনিয়ায়। কিন্তু এইভাবে টাকা পুড়তে দেখলে কার ভালো লাগে! তাই ভিডিও দেখে অনেকেরই হাল বেহাল। ভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন এমন কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি? আসুন শুনে নেওয়া যাক।
আলোর উৎসব। দীপাবলিতে গোটা দেশ সেজেছে আলোর মালায়। লক্ষ লক্ষ প্রদীপ জ্বলেছে অযোধ্যায়। বাংলা মেতেছিল কালী আরাধনায়। মন্দিরে মণ্ডপে সারারাত ধরে শক্তি পুজো চলেছে। সেইসঙ্গে দেদার বাজিও পুড়েছে। এটাই অবশ্য স্বাভাবিক। দীপাবলি, কালীপুজোয় এমনটাই চেনা ছবি। পাশাপাশি ব্যতিক্রমী এক ছবিও সামনে এসেছে।
আরও শুনুন:
দীপাবলিতে জ্বালানো প্রদীপ ডাস্টবিনে ফেলছেন! বড় ভুল হচ্ছে না তো?
নেটদুনিয়ায় কত কিছুই ভাইরাল হয়। তাই বলে প্রকাশ্যে টাকা পোড়ানো? শুনতে অবাক লাগলেও সত্যি। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল এমনই এক ভিডিও। ঠিক কোথায়, কে এই কাণ্ড ঘটিয়েছেন তা সঠিকভাবে জানা যায়নি। অবশ্য জানার চেষ্টাও কেউ করেননি। কারণ ভিডিওতে যা দেখা গিয়েছে তাতে মনখারাপ আর রাগ দুটোই একসঙ্গে হতে পারে। স্বপ্লদৈর্ঘ্যের এই ভিডিওটি আসলে রিল। যেখানে দখা যাচ্ছে, রাস্তায় বেশ কয়েকটা নোট পড়ে আছে। ৫০০ এবং ১০০-র নোট। পুরনো নয়। ঝকঝকে নতুন। কিন্তু তাতে আগুন জ্বলছে। কেউ নেভানোর চেষ্টাও করছে না। বরং সেই দৃশ্য ভিডিও করা হচ্ছে। এমনিতে রিলের সঙ্গে আবহসঙ্গীত থাকে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। টাকা পোড়ার ভিডিওতে বাজছে বিরহের হিন্দি গান। তাহলে কি বিচ্ছেদের যন্ত্রণায় এইভাবে টাকা পুড়িয়েছেন কেউ?
আরও শুনুন:
বহু ট্রাকের পিছনেই লেখা থাকে ‘OK’, কেন এমন লেখার চল?
ব্যাপারটা এমনও গুরুতর নয়! কারণটাও ভিডিও দেখলেই বোঝা যাবে। আসলে যে নোট পোড়ানো হয়েছে, তা আসল নয় একেবারেই। বাইরে থেকে বোঝা না গেলেও ভিডিওতে একঝলক ধরা পড়ছে টাকার নোটের কিছু লেখা। যা আসল নোটে থাকে না। তবে নোটগুলো এতটাই নিপুনভাবে তৈরি করা হয়েছে, যে এতটুকু বোঝার উপায় নেই সেগুলি নকল। তাই নেটিজেনরাও বোকা বনেছেন বেমালুম। সকলেই ভেবেছেন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা টাকা, পুড়িয়ে ফেলা হচ্ছে। তাতে রেগেওছেন অনেকে। এইভাবে অপচয়ের কোনও মানে নেই, এই বলে গর্জে উঠেছেন কমেন্টবক্সে। কেউ কেউ আবার আসল সত্যিটা ধরে ফেলেছেন। তাতে হাসির রোল উঠেছে। ঠিক কোন উদ্দেশ্য নিয়ে এমন ভিডিও তৈরি করা হয়েছে তা জানা যায়নি। অনুমান, রিল বানিয়ে ভাইরাল হওয়ার আশাতেই এই কাণ্ড ঘটিয়েছেন কেউ। ভিডিও যিনি পোস্ট করেছেন এই কাণ্ড যে তাঁরই, সেটাও হলফ করে বলতে পারছেন না কেউ। তবে এই নিয়ে নেটদুনিয়ায় বেশ শোরগোল চলেছে। এমনিতে হাজার হাজার টাকা দিয়ে কেনা বাজি পোড়ানোকেও, অনেকে টাকা পোড়ানোর সঙ্গে তুলনা করেন। তবে সেসব কথার কথা। দামি বাজি পুড়লে যে আলোর খেলা চলে, তাও অবাক হয়ে দেখার মতো। সেক্ষেত্রে পয়সা উসুল হয়েছে বলেই ধরে নেন ক্রেতা। এই আবহে সরাসরি টাকার নোট পুড়িয়ে সকলকে অবাক করে দিতে চেয়েছিলেন ওই বক্তি। স্রেফ বুদ্ধি করে আসল নোট না পুড়িয়ে নকল টাকা পুড়িয়েছেন।
View this post on Instagram