রফাসূত্র পেতে ফের সরকারের সঙ্গে বৈঠকে চিকিৎসকেরা। নবান্নে আলোচনা মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, ডিজির সঙ্গে। কাজে ফেরার বার্তা অভিষেকের। ‘ম্যান মেড বন্যা’, এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসিকে তোপ মুখ্যমন্ত্রীর। কোন যুক্তিতে গ্রেপ্তার সিপিএম যুব নেতা কলতান? ভাইরাল অডিও কাণ্ডে রিপোর্ট তলব হাই কোর্টের। ‘এক দেশ, এক ভোটে’ সিলমোহর মোদি মন্ত্রিসভার। ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথমবার ভোটে শামিল উপত্যকা। বিসিসিআইয়ের পথে এবার আইসিসি-ও। পুরস্কারমূল্য সমান হচ্ছে পুরুষ ও মহিলা ক্রিকেটে।
হেডলাইন:
আরও শুনুন: 17 সেপ্টেম্বর 2024: বিশেষ বিশেষ খবর- মেলেনি গণধর্ষণের প্রমাণ, ৩ দিনের CBI হেফাজতে সন্দীপ-অভিজিৎ
বিস্তারিত খবর:
1. মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের তিনদিনের মাথায় দ্বিতীয়বার রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ডাক্তারদের সাফ কথা, ভয়ের পরিবেশ দূর না হলে কাজ যোগ দেবেন না তাঁরা। এই পরিস্থিতিতে নবান্নে মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব, ডিজির সঙ্গে আলোচনায় বসলেন আন্দোলনকারীরা।
জুনিয়র ডাক্তারদের একাধিক দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। তবে পাঁচ দফা দাবির শেষ দুটি দাবি ছিল, রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়তে হবে ও গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে রফাসূত্র খুঁজতে ফের রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে ইমেল করেছিলেন তাঁরা। তাতে সাড়া দিয়ে পালটা ই-মেল করেন মুখ্যসচিব মনোজ পন্থ। কালীঘাটের বৈঠকের মতোই লেখা হবে মিনিটস। এদিকে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন, প্রথম দিন থেকে আর জি কর ইস্যুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তাঁদের অধিকাংশ দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন। তাঁদের সেই দাবি অনেকাংশে মেনেও নিয়েছে রাজ্য। কিন্তু এবার আমজনতার কথা ভেবে কাজে যোগ দিন ডাক্তাররা, চাইছেন অভিষেক। অন্যদিকে এদিন টালা থানার ধৃত ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ।
2. লাগাতার বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি রাজ্যের একাধিক জেলায়। পরিস্থিতি পরিদর্শন করতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পরশুড়ায় গিয়ে ডিভিসিকে তোপ দেগে তাঁর সাফ কথা, ‘ম্যানমেড বন্যা, পরিকল্পনা করে বাংলাকে ডুবিয়েছে’।
গত কয়েকদিনে লাগাতার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। একাধিক এলাকা জলের তলায়। এর মধ্যেই ডিভিসি থেকে লাগাতার ছাড়া জলে ডুবেছে রাজ্যের বিভিন্ন এলাকা। মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। একইসঙ্গে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতাকেও বন্যা পরিস্থিতির জন্য দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শুনেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই জেলা শাসককে ডেকে পাঠিয়ে তাঁকেও বিভিন্ন নির্দেশ দিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী কাল ঘাটালের পরিস্থিতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। এদিকে প্লাবন পরিস্থিতি দেখতে গিয়ে বিপত্তি, বীরভূমে স্পিডবোট উলটে নদীতে পড়ে যান সাংসদ-বিধায়ক-জেলাশাসক-সহ মোট ১২ জন আধিকারিক। সকলকেই উদ্ধার করেছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।