আর জি কর কাণ্ডে মেলেনি গণধর্ষণের প্রমাণ, শিয়ালদহ আদালতে জানাল সিবিআই। ফের ৩ দিন সিবিআই হেফাজতে ধৃত সন্দীপ ও অভিজিৎ। মহিলাদের নাইট ডিউটি বন্ধ নয়, ‘রাত্তিরের সাথী’র বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ সুপ্রিম কোর্টের। হাসপাতালের নিরাপত্তায় সিভিকদের নিয়ে উঠল আপত্তি। এসটিএফে বদলি বিনীত গোয়েলের, নতুন সিপি হচ্ছেন মনোজ বর্মা। বদলি স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্যশিক্ষা অধিকর্তাও। প্রতিশ্রুতি মেনে বিজ্ঞপ্তি নবান্নের। দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়লেন কেজরি। সরকার গড়ার দাবি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অতিশীর।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কাণ্ডে এখনও পর্যন্ত গণধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি, শিয়ালদহ আদালতে জানাল সিবিআই। সেই কারণেই, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হলেও তাঁরা সরাসরি ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত নন বলেই মনে করা হচ্ছে। ধৃত দুজনকে আগামী ৩ দিন সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের।
চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আগেই গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। পরে কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও এই মামলায় গ্রেপ্তার করেছে সিবিআই। এদিন শুনানিতে অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারির পদ্ধতিগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী। তবে সওয়াল জবাব শেষে ধৃতদের সিবিআই হেফাজতেরই নির্দেশ দিল শিয়ালদহ আদালত।
2. রাতে মহিলারা কাজ করতে পারবেন না, এই নির্দেশ দিতে পারে না রাজ্য। আর জি কর কাণ্ডের শুনানিতে সাফ জানাল সুপ্রিম কোর্ট। নারী নিরাপত্তায় রাজ্য সরকারের আনা প্রকল্প ‘রাত্তিরের সাথী’র বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ শীর্ষ আদালতের। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এদিন প্রতিটি সরকারি হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব থেকে সিভিক ভলান্টিয়ারদের সরিয়ে দেওয়ার পক্ষে জোরাল সওয়াল করেন চিকিৎসক পক্ষের আইনজীবীরা। চিকিৎসকদের যৌথমঞ্চের আইনজীবী করুণা নন্দীর বক্তব্য, “বেসরকারি সংস্থা থেকে ১ হাজার ৫১৪ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। অথচ ধর্ষণ কাণ্ডে ধৃত অভিযুক্ত একজন সিভিক ভলান্টিয়ার, তাই অবিলম্বে সিভিকদের নিষিদ্ধ করে পুলিশকর্মীদের নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হোক।” নিরাপত্তার অভাব বোধ করেই যে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এখনও কাজে ফেরেননি, তা জানান আইনজীবী। মঙ্গল কিংবা বুধবারের মধ্যে জিবি বৈঠকে চিকিৎসকরা কর্মবিরতি সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেই জানালেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং।
এদিকে সিবিআই তদন্তে বিচলিত করার মতো তথ্য মিলেছে, দ্বিতীয় স্টেটাস রিপোর্ট দেখে জানান বিচারপতিরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ঘটনাস্থলে কারা উপস্থিত ছিলেন, সেই সব নাম জমা দিতে হবে জুনিয়র ডাক্তারদের। নির্যাতিতার বাবা যে সব বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, তাও খতিয়ে দেখতে হবে। পাশাপাশি তরুণী চিকিৎসকের নাম ও ছবি উইকিপিডিয়া থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।