রাজ্য জুড়ে ‘রাত দখল’ কর্মসূচি মহিলাদের। দিনভর শহরে নানা জমায়েত। আর জি কর আন্দোলন নিয়ে বিরোধীদের তোপ মমতার। মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে তৎপর প্রশাসন। নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক ডিজির। রাতভর মোতায়েন বাড়তি মহিলা পুলিশ।আর জি করে অপরাধীদের আড়াল করছে রাজ্য, উন্নাও-হাথরাস টেনে তোপ রাহুলের। একই সুর বিজেপির, বিধানসভায় ধরনা শুভেন্দুদের।
হেডলাইন:
আরও শুনুন: 12 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর কাণ্ডে পুলিশকে ৭ দিনের ডেডলাইন, অন্যথায় CBI-তে রাজি মমতা
আরও শুনুন: 13 আগস্ট 2024: বিশেষ বিশেষ খবর- আর জি কর কাণ্ডে CBI তদন্ত, রাজ্যজুড়ে আউটডোর বন্ধের ডাক চিকিৎসকদের
বিস্তারিত খবর:
1. আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে রাত দখল কর্মসূচি মহিলাদের। গোটা রাজ্যে প্রায় ২০০-র বেশি জায়গায় হচ্ছে জমায়েত। তার আগে দিনভর নানা জমায়েতের সাক্ষী থাকল শহর।
এদিকে আন্দোলন নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের তুলনা টেনে তাঁর খোঁচা, ক্ষমতা দখলের ষড়যন্ত্র হচ্ছে। একইসঙ্গে বাম জমানার ধর্ষণ কাণ্ডের কথা তুলে আনেন মমতা। উন্নাও-হাথরাস কাণ্ড তুলে ধরে বিজেপিকেও তোপ দাগেন। শাসক দলের অভিযোগ, রাত দখলের ডাকের নেপথ্যে রয়েছে বাম সমর্থিত সংগঠনগুলি। সেই আবহে, বামফ্রন্ট আমলে যেখানে যেখানে গণধর্ষণ এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই সব এলাকায় পর্যায়ক্রমে বিক্ষোভের কর্মসূচির ঘোষণা কুণাল ঘোষের। অভিযুক্তদের শাস্তির দাবিতে এই বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন তিনি।
2. আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচি মহিলাদের। সেই কর্মসূচিতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে মরিয়া রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে নিরাপত্তার কথা মাথায় রেখেই বুধবার নবান্নে জরুরি বৈঠক ডিজির।
বৈঠকে সব শীর্ষ পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্যের যেখানে যেখানে রাত দখলের কর্মসূচি হচ্ছে, সর্বত্র পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যথেষ্ট পরিমাণ মহিলা পুলিশ মোতায়েন রাখতে বলা হয়েছে। একইসঙ্গে ডিজি নির্দেশ দিয়েছেন, পুলিশ যেন জমায়েতকারীদের সঙ্গে সহযোগিতার পরিবেশ বজায় রাখে। ইতিমধ্যেই আর জি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। এই অবস্থায় বুধবার রাতে মহিলাদের কর্মসূচি নিয়ে বাড়তি সতর্ক পুলিশ মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।