আচ্ছে দিনে বাড়ছে আলু, গ্যাসের দাম। বাজেটে প্রতারণা দেশবাসীকে, কেন্দ্রকে তোপ অভিষেকের। রাজ্যের হাতেই ফিরুক মেডিক্যালের প্রবেশিকা। প্রশ্নফাঁসের জেরে বিধানসভায় পাশ নিট বিরোধী প্রস্তাব। মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি। আলুর জোগান বেড়ে কমতে পারে দাম। কেন্দ্রীয় বাজেটে বৈষম্যের অভিযোগ। নীতি আয়োগ বৈঠক বয়কটের সিদ্ধান্ত ৪ মুখ্যমন্ত্রীর। মহানায়কের মৃত্যুদিনে উত্তম স্মরণ মুখ্যমন্ত্রীর। ‘মহানায়ক’ সম্মান পেলেন প্রসেনজিৎ-রচনারা। KIFF চেয়ারম্যান পদে বসলেন গৌতম ঘোষ।
হেডলাইন:
আরও শুনুন: 23 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- শরিকদের দাবি মিটিয়ে বাজেট ঘোষণা নির্মলার, প্রশংসা মোদির
আরও শুনুন: 22 জুলাই 2024: বিশেষ বিশেষ খবর- বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা নয়, নীতীশের দলকে জবাব কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. আচ্ছে দিনে বাড়ছে আলু, গ্যাসের দাম। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিজেপি, এই অভিযোগেই এবারের বাজেট নিয়ে সংসদে প্রতিবাদের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছিলেন, ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর বদলে কেবল বিজেপির ভোটদাতাদের পাশে থাকার কথা। তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেটকে আক্রমণ শানাতে গিয়ে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যকেই হাতিয়ার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নির্মলার পেশ করা বাজেটে সার্বিকভাবে বিরাট কোনও ঘোষণা না করলেও এনডিএর দুই প্রধান শরিকদল টিডিপি (TDP) এবং জেডিইউ (JDU) শাসিত দুই রাজ্যের ঝুলি ভরে দিয়েছেন অর্থমন্ত্রী। এই ইস্যুতেই অভিষেক বলেন, “এই বাজেটে বেছে বেছে ৩টি রাজ্যকে বঞ্চিত করা হয়েছে। তা হল তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও কর্নাটক।” ইংরেজি BUDGET শব্দের ৬টি অক্ষরের আলাদা আলাদা ব্যাখ্যাও তুলে ধরে তিনি বলেন, ‘‘B’ শব্দটির অর্থ ‘বিট্রেয়াল’ অর্থাৎ বিশ্বাসঘাতকতা, ‘U’ অর্থে আনএমপ্লয়মেন্ট, ‘D’ হল ডিপ্রাইভড তথা বঞ্চিত, ‘G’ অর্থাৎ গ্যারেন্টি ও ঘোটালা, আর টি ফর ট্র্যাজেডি। এই সরকারের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার করা।” নেহেরু জমানা নিয়ে সংসদে অভিযোগ তোলা গেলেও, নোটবন্দি নিয়ে স্পিকার চুপ কেন, এই প্রশ্নও তোলেন অভিষেক। ইন্ডিয়া জোটের নিরিখে অভিষেকের এই বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
2. রাজ্যের হাতেই ফেরানো হোক মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা। প্রশ্নফাঁসের জেরে বিধানসভায় পাশ নিট বিরোধী প্রস্তাব। টিকল না বিজেপি বিধায়কদের আপত্তি। নিট কেলেঙ্কারি ‘হিমশৈলের চূড়ামাত্র’, মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নিট নিয়ে দেশজোড়া আন্দোলনের মধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী দাবি তোলেন, আগের মতো মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার ভার ছাড়া হোক রাজ্য সরকারগুলির হাতে। এবার সেই দাবিতেই প্রস্তাব গৃহীত হল বিধানসভায়। এদিকে সংশোধিত আইন ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে পর্যালোচনার জন্য রাজ্যের তৈরি করা রিভিউ কমিটিও মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। আগামী শুক্রবার এই ন্যায় সংহিতা নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব পেশ করছে সরকার পক্ষ।
এদিকে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা চেয়েছিল বিজেপি। কিন্তু সেই আবেদন খারিজ হতেই ওয়াক আউট বিজেপি বিধায়কদের। এর মাঝে তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা। পালটা দিলেন তৃণমূল নেতাও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।