ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’ কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু। পরিসংখ্যান দেখিয়ে সাহায্য প্রার্থনা। শেষ পর্যন্ত লড়াইয়ের আশ্বাস বোসের। স্পিকার নির্বাচন জল্পনায় ইতি। জোটের বড় শরিক হিসাবে বিজেপিকে সমর্থনের ইঙ্গিত নীতীশ-চন্দ্রবাবুর। কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলার মধ্যেই শুরু অমরনাথ যাত্রা। সোমবার থেকেই দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু।
হেডলাইন:
আরও শুনুন: 15 জুন 2024: বিশেষ বিশেষ খবর- অবশেষে স্বস্তি, আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ
আরও শুনুন: 14 জুন 2024: বিশেষ বিশেষ খবর- বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, জোট বহাল বাম-কংগ্রেসের
বিস্তারিত খবর:
1. কলকাতা হাই কোর্টের নির্দেশের পর ‘ঘরছাড়া’ দলীয় কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী। আক্রান্তদের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যপালের কাছে সাহায্য প্রার্থনা করেন রাজ্যের বিরোধী দলনেতা। ভোট পরবর্তী হিংসায় ‘আক্রান্ত’দের সঙ্গে বাংলায় কথা বলেন রাজ্যপাল।
রবিবার শুভেন্দুর নেতৃত্বে রাজভবনে হাজির হন প্রায় ১১৫ জন দলীয় কর্মী। এঁরা প্রত্যেকেই ভোট পরবর্তী হিংসার শিকার বলেন দাবি করেন বিরোধী দলনেতা। এছাড়া রাজ্যে আরও কতজন আক্রান্ত হয়েছেন, কতগুলি সেফ হোম তৈরি করা হয়েছে, সে সমস্ত খতিয়ান তুলে ধরেন রাজ্যপালের কাছে। আক্রান্তদের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যপালের কাছে সাহায্য প্রার্থনা করেন শুভেন্দু। তাঁর দাবি, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। হিংসার অভিযোগ শুনে আক্রান্তদের উদ্দেশে কার্যত স্পষ্ট বাংলায় কথা বলেন রাজ্যপাল। তাঁর হুঁশিয়ারি, “বাংলাকে হিংসামুক্ত করব। শেষ পর্যন্ত লড়াই করব।” রাজ্যপালের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। রাজ্যপাল সবরকমভাবে ‘আক্রান্ত’দের সাহায্যের আশ্বাস দিয়েছে বলেই জানান তিনি।
2. লোকসভার স্পিকার পদের জল্পনা মিটতে পারে শীঘ্রই। শোনা গিয়েছিল, বিজেপির কাছে লোকসভার স্পিকার পদ দাবি করতে পারে টিডিপি। নীতীশ কুমারের জেডিইউও সমর্থন করতে পারে তাঁদের। কিন্তু এনডিএ শিবির সূত্রে জানা যাচ্ছে, স্পিকার পদ নিয়ে নিজেদের দাবি থেকে সরে এসেছে টিডিপি। বিজেপি যদি সর্বসম্মতিতে কাউকে প্রার্থী করে তাহলে তাঁকে সমর্থনে আপত্তি নেই তাদের। একইসঙ্গে নীতীশের দল আরও খানিকটা সুর নরম করেছে। জেডিইউ নেতা কে সি ত্যাগী জানিয়েছেন, জোটের বড় শরিক হিসাবে স্পিকার পদে প্রথম দাবি বিজেপিরই। মনে করা হচ্ছে আগামী ২৬ জুন লোকসভার অধিবেশনে স্পিকার পদে বসছেন বিজেপি নির্বাচিত প্রার্থীই। স্পিকার নিয়ে এনডিএ’র অন্দরে সমস্যা মিটলেও ইন্ডিয়া শিবির নিজেদের মতো কৌশল সাজাচ্ছে। বিজেপি যদি নিজেদের দলের কাউকে অধ্যক্ষ পদের জন্য বেছে নেয় তাহলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকেও পালটা প্রার্থী দেওয়া হতে পারে। একইসঙ্গে বিগত দু-বার লোকসভায় খালি থাকা সহ-অধ্যক্ষর পদটিতেও প্রার্থী দেওয়ার ভাবনা বিরোধীদের। জানা গিয়েছে, সরকার যদি ডেপুটি স্পিকার পদটি বিরোধীদের ছাড়তে রাজি হয়, তাহলে স্পিকার পদে প্রার্থী নাও দেওয়া হতে পারে। নাহলে স্পিকার পদেই প্রার্থী দিতে পারে ইন্ডিয়া জোট।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।