রাত পোহালেই দেশের রায়। ফল প্রকাশের দিনই জয়ের মেগা সেলিব্রেশনের আগাম আয়োজন বিজেপির। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা রাজ্যপালের। বুথফেরত সমীক্ষা খারিজ তৃণমূলের অন্দরের রিপোর্টে। দিল্লির জলসংকট মেটাতে আসরে সুপ্রিম কোর্ট।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. রাত পোহালেই ভোটের ফল। চব্বিশের নির্বাচনে জনতার রায় কোনদিকে, তা জানতে উদগ্রীব গোটা দেশ। এক্সিট পোলের ফলাফল কি মিলবে, নাকি ভোটের ফল একেবারে আলাদা কিছু নির্দেশ করবে, তা নিয়ে চিন্তিত রাজনৈতিক দলগুলিও। তবে এর মধ্যেই একেবারে আত্মবিশ্বাসী মেজাজে গেরুয়া শিবির। হ্যাটট্রিকের মেগা সেলিব্রেশনের জন্য আগাম আয়োজন সারা বিজেপির। গণনা এবং গণনা পরবর্তী সেলিব্রেশন নিয়ে বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতারা। রোড শো থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, একাধিক পরিকল্পনা রয়েছে তাঁদের। বিজেপি সূত্রের খবর, ৪ জুন অর্থাৎ ভোটের ফলপ্রকাশের দিনই একটি মেগা রোড শো হবে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তর পর্যন্ত। সেখানে অংশ নেবেন দলের শীর্ষস্থানীয় নেতারা। বিকালে দলের সদর দপ্তরে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ বিজেপি নেতারা। সেখানে কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ৯ জুন প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বার শপথ নেবেন নরেন্দ্র মোদি ধরে নিয়ে সেদিনও মেগা সেলিব্রেশনের আয়োজন করতে চলেছে বিজেপি। তবে সবকিছুই নির্ভর করছে ভোটের ফলাফলের উপর। আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
2. ভোটপর্ব শান্তিতে মিটলেও, তার পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। ফলাফল প্রকাশের পরও তাই রাজ্যে হিংসাত্মক ঘটনা ঘটারই আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ ব্যাপারে আগেভাগে সকলকে সতর্ক করলেন তিনি। সোমবার সন্ধেয় সকলকে ভোটের ফলাফল মেনে নেওয়ার বার্তা দেন তিনি। সমাজবিরোধী ও গ্যাংস্টারেরা ফলাফলের সুযোগ নিতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল। কোথাও হিংসার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা পিসরুমে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে আমজনতা, সকলকেই শান্ত থাকার আরজি জানিয়েছেন রাজ্যপাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।