বাতিল ২০১০-এর পরবর্তী সব ওবিসি সার্টিফিকেট। ভোটের মাঝে বড় রায় হাই কোর্টের। ‘বিভাজনের চক্রান্ত’, বিজেপিকে বিঁধে পালটা মুখ্যমন্ত্রীর। বাংলায় চোখ রাঙাচ্ছে ‘রেমাল’-এর আশঙ্কা। বঙ্গোপসাগরে ঘনাল নিম্নচাপ, শুক্রবার পরিণত হবে গভীর নিম্নচাপে। চলতি সপ্তাহে বৃষ্টিতে ভাসবে রাজ্য। অসুস্থ শাহরুখ খান। সাফল্যের উচ্ছ্বাসের মাঝেই হঠাৎ বিপত্তি নাইট শিবিরে। আইপিএল ফাইনালের আগেই হাসপাতালে ভর্তি করা হল বাদশাকে।
হেডলাইন:
আরও শুনুন: 20 মে 2024: বিশেষ বিশেষ খবর- রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন, স্পষ্ট বার্তা মমতার
বিস্তারিত খবর:
1. ভোটের মাঝে বড় রায় কলকাতা হাই কোর্টের। ২০১০ সাল পরবর্তী রাজ্যের দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। বেঞ্চের দাবি, ২০১০ সাল পরবর্তী ওবিসি সার্টিফিকেট বৈধ নিয়ম মেনে ইস্যু করা হয়নি। তার ফলে বাতিল হতে চলেছে প্রায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র। এদিকে এই শংসাপত্র কাজে লাগিয়ে অনেকেই চাকরি পেয়েছেন। তবে শংসাপত্র বাতিলের ফলে নিয়োগ প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে। আদালত জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট ১৯৯৩ অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।
এদিকে রায় বাতিলের নির্দেশে কড়া প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার খড়দহের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তিনি সাফ জানান, “বিজেপির রায় এটা। আমরা মানি না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে।” শিক্ষক নিয়োগ বাতিলের প্রসঙ্গ তুলে মমতার ইঙ্গিত, ভোটের আগে হিন্দু-মুসলিম বিভাজন করতেই চক্রান্ত করছে বিজেপি।
2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলার ঘটনায় এবার নয়া পদক্ষেপ তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি। তাঁর অভিযোগ, নিষেধাজ্ঞা জারির সময় কমিশন যে মন্তব্যগুলি করেছে সেগুলি তাঁর পক্ষে অবমাননাকর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কুকথা’ বলার জেরে তমলুকের বিজেপি প্রার্থীকে ‘সেন্সর’ করেছে নির্বাচন কমিশন। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ বুধবার বিকাল ৫টায়। একই সঙ্গে চার পাতার চিঠিতে প্রাক্তন বিচারপতিকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে কমিশনের তরফে। আর এই চিঠির বক্তব্যকেই অবমাননাকর বলে অভিজিতের মন্তব্য, “অন্য লোকের মান আছে। রেখা পাত্রের মান নেই, আমার মান নেই, তা তো হতে পারে না!” তারপরেই বুধবার হাই কোর্টে গিয়ে কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।