সাজ নয়, না-সাজই এখন নয়া ট্রেন্ড। যাকে বলি ন্যুড মেকআপ। তবে কেবল মেকআপ নয়, পোশাকের ক্ষেত্রেও ক্রমশ আসর জাঁকিয়ে বসছে সাজের এই অন্যরকম সংজ্ঞাই। যেখানে আর আভরণ নয়, বরং নিরাবরণতাই অলংকার। আসুন, শুনে নেওয়া যাক।
বিশ্বজুড়ে ফ্যাশনের নতুন নতুন সংজ্ঞা তৈরি করেন নামী ডিজাইনাররা। পোশাক নিয়ে নিত্যনতুন নানা নিরীক্ষা করেন তাঁরা। কিন্তু এই সময়ের ফ্যাশন দুনিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে পোশাকের চেয়ে না-পোশাকের দিকেই বুঝি এগোচ্ছে সাজের ট্রেন্ড। হ্যাঁ, নানারকমভাবে নগ্নতাই হয়ে দাঁড়াচ্ছে এখনকার সাজের থিম।
আরও শুনুন:
নারীবাদের জন্যই সমাজ গোল্লায় যাচ্ছে! মত নোরা ফতেহির, মোক্ষম জবাব রিচার
সারা বিশ্বে যেসব ফ্যাশন শো চলে, তার মধ্যে প্রথমের সারিতে মেট গালা-র নাম থাকবেই। আর সেই শোয়েই এবার সবচেয়ে বেশি কথা হল যেসব পোশাক নিয়ে, তাদের বলা হচ্ছে ‘নেকেড ড্রেস’। না থাকাটাই যেখানে থাকা। হ্যাঁ, এককালে বিলাসবহুল সাজের মূল চিহ্ন ছিল অঢেল কাপড়। পুরনো দিনের ভিক্টোরিয়ান পোশাকের দিকে তাকালেই তা বোঝা যায়। কিন্তু এই সময়ের স্লোগান, লেস ইজ মোর। কথার মতোই, সাজেও স্বল্পতাই এখন ইন থিং। আমেরিকার অভিনেত্রী এলি ফ্যানিং থেকে কানাডার অভিনেত্রী টেলর রাসেল কিংবা আমেরিকার কিম কার্দাশিয়ান, খোলামেলা পোশাকের সাজ তাই দাপিয়ে বেড়িয়েছে এ বছরের মেট গালায়।
জেনিফার লোপেজ যেমন নজর কেড়েছেন সিকুইনের প্রায় স্বচ্ছ পোশাকে। পোশাকের ধরনটি পুরনো আমলের ফেয়ারি ড্রেস গোছেরই, অথচ স্তরে স্তরে কাপড়ে ঢাকার বদলে তা শরীরকে খুলে দিয়েছে। এমিলি রাতাজকৌস্কি-ও কম যান না। মাকড়সার জালের মতো সূক্ষ্ম আর স্বচ্ছ পোশাকেই নিজেকে মেলে ধরেছেন তিনি। গোটা শরীরে কাপড় নেই, স্রেফ সিকুইন, থ্রিডি ফুল আর রত্নের বাহারেই নিজেকে সাজিয়েছেন জানাল মোনা। এফকেএ টুইগস-এর গায়ের রঙের বডিস্যুট নিয়েও কম কথা হচ্ছে না। তার উপরে আবার অন্তর্বাসের মতো সিকুইনের জাল বিছানো। একইভাবে গায়ের রঙের শেপওয়্যারে গোটা শরীরকে স্পষ্ট করে দুদিকে বিডের লম্বা ঝালর ঝুলিয়ে দিয়েছেন রিটা ওরা।
আসলে নগ্নতা নয়, নগ্নপ্রায়। খোলামেলা সাজ, কিন্তু সবটুকু উন্মুক্ত নয়। বদলে এমন কোনও বাড়তি অ্যাকসেসরিজ জুড়ে নেওয়া, কিংবা এমন কোনও কায়দা, যাতে তা নগ্নতার চেয়েও বেশি চোখ টানে। গ্রেটা লি যেমন যে সাদা ফ্লোরাল গাউনটি পরেছেন, তাতে সারা শরীরই স্পষ্ট। আবার আমেরিকার র্যাপার দোজা ক্যাট, সারা শরীর সাদা কাপড়ে ঢেকেছিলেন বটে। কিন্তু পুরোপুরি ভিজে সে পোশাক গায়ের সঙ্গে মিশে ছিল যেন। পোশাক পরলেও, এ পোশাকের চেয়ে বেশি নগ্ন সাজ হয় না, এমনটাই বলছেন ফ্যাশনবোদ্ধারা।
আরও শুনুন:
‘আঙুল ঠিক জায়গায় দিন’, অভিনেত্রীর হস্তমৈথুনের দৃশ্য ঘুরিয়ে দিয়েছিল নির্বাচনী প্রচারও
এহেন সাজ কি এবার প্রথম দেখল মেট গালা? না, তা বলা যায় না। বিয়ন্স থেকে রোজি হান্টিংটন, অনেকেই নেকেড ড্রেস পরেই মেট গালা কাঁপিয়েছেন। জেনিফার লোপেজ বা কিম কার্দাশিয়ানকেও এর আগে এহেন পোশাকে দেখা গিয়েছে দিব্যি। তবে তাঁরা ছিলেন হাতে গোনা। কিন্তু ক্রমশ সংখ্যাটা বাড়ছে। এবারের মেট গালা জুড়ে অধিকাংশ তারকাই যেভাবে এহেন পোশাক বেছে নিলেন, তাতে ফ্যাশন দুনিয়ায় হাওয়াবদল ঘটছে এ কথা বলাই যায়।