লোকসভা ভোটের আবহে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টেনে বারে বারেই কংগ্রেসকে তোপ দেগেছেন নরেন্দ্র মোদি। এবার আডবাণীকে হাতিয়ার করেই পাক-প্রীতি নিয়ে পালটা দিল কংগ্রেস। শুনে নেওয়া যাক।
কখনও পরমাণু বোমা তো কখনও বালাকোট এয়ারস্ট্রাইক। কখনও রাহুল গান্ধী ও কখনও আবার মুম্বাই হামলা। বহুবিধ ইস্যু তুলে বারে বারেই মোদি সহ বিজেপি নেতারা দাবি করতে চান যে, আসলে পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে কংগ্রেস। ঘুরিয়ে একে দেশদ্রোহিতা হিসেবে তুলে ধরার ইঙ্গিতও থাকে তাঁদের মন্তব্যে। সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের একটি পুরনো সাক্ষাৎকার টেনে একই অভিযোগে সরব হয়েছিল বিজেপি। এবার তারই পালটা এল হাত শিবিরের তরফে। বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে হাতিয়ার করেই পাক-প্রেম নিয়ে বিজেপিকে বিঁধল কংগ্রেস।
সত্যিই মুসলিমদের সংখ্যা বেড়েছে? জনগণনা ছাড়া তথ্য এল কীভাবে, প্রশ্ন বিরোধীদের
পাকিস্তানের কাছেও যে পরমাণু বোমা রয়েছে, সে কথা মনে করিয়েছিলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার। তাঁর বক্তব্য ছিল যে, সে কারণেই পাকিস্তানকেও গুরুত্ব দিয়েই দেখা উচিত ভারতের। সেই পুরনো মন্তব্য টেনেই মোদি-শাহের নেতৃত্বে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। এর উত্তরেই এবার আডবাণীর মন্তব্যকে হাতিয়ার করে পদ্মশিবিরকে দুষলেন কংগ্রেস নেতা তথা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ২০০৫ সালে পাক সফরে গিয়ে জিন্নার সমাধি পরিদর্শন করেছিলেন আডবাণী। সে সময় তিনি জিন্নাকে ‘ধর্মনিরপেক্ষ’ এবং ‘হিন্দু-মুসলিম ঐক্যের দূত’ বলেছিলেন। যে মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক ঘনিয়ে উঠেছিল সে সময়ে। সঙ্ঘ পরিবার এবং দলের কট্টরপন্থী অংশের চাপে পিছু হটতে হয়েছিল আডবাণীকে। ইস্তফা দিতে হয়েছিল বিজেপি সভাপতির পদ থেকেও। এবার সেই মন্তব্য টেনেই বাঘেলের তোপ, আসলে কংগ্রেস নয়, পাকিস্তানের প্রতি ভালোবাসা দেখিয়েছেন বিজেপি নেতারাই।
যত বউ তত টাকা! মহিলাদের ‘লক্ষ্মী’লাভের প্রতিশ্রুতি দিয়ে বিতর্কে কংগ্রেস নেতা
সম্প্রতিই ভোটের আবহে ফের উসকে উঠেছে পাকিস্তান প্রসঙ্গ। বিজেপি কটাক্ষ করেছে, রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় পাকিস্তান। আবার মোদির অভিযোগ, মুম্বাই হামলার পর কংগ্রেস পাকিস্তানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি, ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে। বালাকোটে বিমান হানা নিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রশ্ন তুলতেই বিজেপির দাবি, কংগ্রেস পাকিস্তানের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদকে সমর্থন করছে এবং তাদের ক্লিনচিট দিচ্ছে। অর্থাৎ বারে বারেই পাকিস্তানকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে মোদি শিবির। তবে এবার বিজেপির ঘরে ঢুকেই পালটা তোপ দাগল কংগ্রেসও।