শ্লীলতাহানি বিতর্কে পদক্ষেপ রাজভবনের। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। সন্দেশখালিতে ‘ষড়যন্ত্রে’র অভিযোগ। শুভেন্দুর বিরুদ্ধে ফৌজদারি মামলার দাবিতে কমিশনে তৃণমূল। বৃষ্টি-কাঁটায় ভেস্তে গেল অভিষেকের ভোটপ্রচার কর্মসূচি। কাটল মানিকতলা বিধানসভা উপনির্বাচনের জট। প্রচারের জন্য কি জামিন পাবেন কেজরিওয়াল? ‘সাংবিধানিক অধিকারই নেই’, রায়দানের আগের দিন আপ সুপ্রিমোর বিরুদ্ধে হলফনামা ইডির।
হেডলাইন:
আরও শুনুন: 7 মে 2024: বিশেষ বিশেষ খবর- এখনই বাতিল নয় ২৬ হাজার চাকরি, সুপ্রিম রায়ে ‘তৃপ্ত’ মমতা-অভিষেক
বিস্তারিত খবর:
1. শ্লীলতাহানি বিতর্কে পদক্ষেপ রাজভবনের। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে অস্থায়ী মহিলা কর্মী যেদিনের কথা উল্লেখ করেছেন, সেইদিনের ১ ঘণ্টা ৯ মিনিটের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন। সিসিটিভি ফুটেজে রাজভবনের নর্থ গেটের সামনের দুটি ক্যামেরার ছবি দেখানো হয়েছে। গোটা ফুটেজেই দেখা যায়নি রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। যদিও ওই মহিলা কর্মীর অভিযোগ ছিল, রাজভবনের কনফারেন্স রুমে তাঁর শ্লীলতাহানি হয়েছিল। কিন্তু রাজভবনের ভিতরের কোনও ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনা হয়নি। এ নিয়ে ফের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “রাজ্যপাল বলেছিলেন, ১০০ জনকে সিসিটিভি ফুটেজ দেখাবেন। সেই ১০০জন কারা? সবাই তো ওঁর বশংবদ। এমন ফুটেজে কী প্রমাণ হবে?” উপরন্তু সিসিটিভি ফুটেজে যে মহিলাকে দেখা গিয়েছে, তিনি অভিযোগকারিণী হয়ে থাকলে তাঁর মুখ ব্লার করে দেওয়া উচিত ছিল বলেও সরব চন্দ্রিমা। ‘কুরুচিকর কাজ করে নিজের দোষ ঢাকতে নাটক মঞ্চস্থ করছেন রাজ্যপাল’, এমনই বলছেন ক্ষুব্ধ অভিযোগকারিণী। অনুমতি ছাড়াই তাঁর মুখ দেখানো হল কেন, প্রশ্ন তরুণীর। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজায় জড়িয়েছেন তৃণমূলের কুণাল ঘোষ ও বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিকে শ্লীলতাহানি বিতর্কে জনস্বার্থ মামলা ফেরাল হাই কোর্ট।
2. সন্দেশখালি ইস্যুতে ষড়যন্ত্র করা হয়েছে, এই মর্মে ফের সুর চড়াল তৃণমূল। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আর্জি নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল রাজ্যের শাসকদল। দিল্লির নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে নালিশ জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ। তৃণমূলের দাবি, এই ‘ষড়যন্ত্রে’র সঙ্গে জড়িত সবাইকে বিশেষত ভাইরাল ভিডিওয় যাঁদের দেখা গিয়েছে, তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক।
অন্যদিকে, সন্দেশখালিতে মিথ্যে ধর্ষণ মামলা নিয়ে প্রতিবাদী মহিলার অভিযোগের ভিত্তিতে বিজেপি নেত্রী পিয়ালি ওরফে মাম্পি দাসকে থানায় তলব করল সন্দেশখালির পুলিশ। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গী পিয়ালি দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিয়তি মাইতি। তাঁর দাবি, তাঁকে না জানিয়ে সাদা কাগজে সই করিয়ে মিথ্যা ধর্ষণের মামলা রুজু করানো হয়েছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। পিয়ালি ও তাঁর পরিবারের কাউকে না পেয়ে বাড়ির সামনে নোটিস টাঙিয়ে দিয়েছে পুলিশ। তৃণমূলের অভিযোগ, এই ‘ষড়যন্ত্র’ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনাপ্রসূত। বিজেপির প্রার্থী রেখা পাত্র, তাঁর ‘ছায়াসঙ্গী’ পিয়ালি দাস, বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল সকলেই এর সঙ্গে যুক্ত, অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।