গরমে নাজেহাল বাংলা। ৫০ বছরের রেকর্ড ভাঙল কলকাতা, আগামী সপ্তাহতেও চলবে তাপপ্রবাহ। মিলল বৃষ্টির পূর্বাভাস। হারলে রাজনীতি ছাড়বেন, ঘোষণা অধীরের। ভোটের আগে বঙ্গসফরে রাজনাথ। সন্দেশখালি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তোপ প্রতিরক্ষা মন্ত্রীর। মণিপুরে পুনর্নির্বাচন ঘোষণা কমিশনের। ইডেনে রুদ্ধশ্বাস জয় কেকেআরের। বিতর্ক বাঁধল বিরাটের আউট নিয়ে।
হেডলাইন:
আরও শুনুন: 20 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- কংগ্রেসকে ‘মদত’ দেবে তৃণমূল, মালদহ থেকে শর্ত চাপালেন মমতা
আরও শুনুন: 19 এপ্রিল 2024: বিশেষ বিশেষ খবর- প্রথম দফায় রেকর্ড ভোটদান বাংলায়, নির্বাচন শান্তিতেই, জানাল কমিশন
বিস্তারিত খবর:
1. বৈশাখের শুরুতেই পুড়ছে গোটা বাংলা। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রার পারদ উর্ধমুখী। পিছিয়ে নেই দক্ষিণের জেলাও। এপ্রিলের শুরু থেকে কলকাতার তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করেছে। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুসারে, শেষ পঞ্চাশ বছরে টানা এতদিন ৪১ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকেনি। তবে আগামী সপ্তাহ জুড়েও এই অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোম এবং মঙ্গলবার দাবদাহ কিছুটা কমলেও অস্বস্তি একই থাকবে। এই দুদিন দাবদাহ কিছুটা কমতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে। বুধবার থেকে আবার তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এদিকে, সোম এবং মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি তাপপ্রবাহের কোনও প্রভাবই ফেলতে পারবে না বলেই মত আবহাওয়াবিদদের।
2. চব্বিশের লোকসভায় হারলে রাজনীতি ছেড়ে দেবেন। রবিবার এমনটাই ঘোষণা করলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কলকাতার সাংবাদিক বৈঠকে নীতীশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক সারিতে বসালেন অধীররঞ্জন চৌধুরী। মমতাকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, “বিহারে নীতীশ কুমার যেমন পল্টুকুমার হলেন, আপনি কেন পাল্টিকুমারী হলেন, জানতে চাই।” শুধু তাই নয়, INDIA জোটের প্রসঙ্গ টেনেও মমতাকে তোপ দেগেছেন অধীর। তবে আসন্ন নির্বাচনের জন্য নিজের কেন্দ্রে প্রচারে নেমে বারবার বিক্ষোভের মুখে পড়েছেন অধীর চৌধুরী। সে প্রসঙ্গে কংগ্রেস নেতার চ্যালেঞ্জ, “বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেব।” এদিকে, জোট নিয়ে অধীরকে কটাক্ষ করেছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি। রবিবার জঙ্গিপুরের মাটিতে দাঁড়িয়ে নওশাদের কটাক্ষ, “শুধুমাত্র নিজের সিটটাকে বাঁচাতে জোট ভেস্তে রাজ্যে তৃণমূল-বিজেপির হাত শক্ত করেছে অধীররঞ্জন চৌধুরী।” রাজনৈতিক মহলের মতে, চব্বিশের নির্বাচনের এই ধরনের মন্তব্য অধীররঞ্জন চৌধুরীর পক্ষে যথেষ্ট অস্বস্তিকর।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।