কবে অবসর নেবেন ধোনি? ক্রিকেট দুনিয়ায় এর থেকে ট্রেন্ডিং প্রশ্ন এই মুহূর্তে আর নেই বললেই চলে। তবে সেই উত্তর নাকি আগেভাগেই জানিয়ে দিয়েছেন মাহি। দেশের প্রাক্তন ব্যাটার ওয়াসিম জাফরের মত অন্তত তেমনটাই। এ প্রসঙ্গে ঠিক কী দাবি তাঁর? আসুন শুনে নেওয়া যাক।
পরপর তিনটে ছয়। মাত্র ৪ বলে কুড়ি রান। স্ট্রাইক রেট ৫০০। সদ্য মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এমন নজির গড়েছেন ধোনি। ফ্যান মহলে তো বটেই, আপামর ক্রিকেট প্রেমীদের কাছেও এ ঘটনা ম্যাজিকের মতো। কিন্তু আর কতদিন এই ধোনি ম্যাজিকে বুঁদ হওয়ার সুযোগ মিলবে? মাঝেমধ্যেই তো গুজব রটে এই বুঝি অবসর নিলেন মাহি! সম্প্রতি এ প্রসঙ্গেই বিশেষ এক মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।
পঞ্চমবার আইপিএল ট্রফি জয়। দুটি বিশ্বকাপ-সহ তিনটি আইসিসি ট্রফি ধোনির ঝুলিতে। দেশের-দশের কাছে তাঁর প্রমাণ করার কিছুই নেই। তবু এখনও মাঠে নামলেই নিজেকে উজার করে দেন মাহি। আইপিএলের চলতি মরশুমেও তাঁর দুরন্ত ফর্ম অবাক করছে সকলকে। আর সেইসঙ্গে একটা প্রশ্ন নতুন করে মাথা চাড়া দিয়েছে। কবে ক্রিকেট দুনিয়া থেকে অবসর নিচ্ছেন ধোনি? এমনিতে সামান্য কিছু হলেই ধোনিকে নিয়ে কটাক্ষ শুরু করে দেন সমালোচকরা। ধোনি অবশ্য ঠাণ্ডা মাথায় মাঠে দাঁড়িয়ে সেসবের জবাব দেন। তবু কটাক্ষের ঝড় থামতেই চায় না। নিন্দুকরা তাঁর বয়স নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েন না। বারবার সেই প্রসঙ্গ টেনেই ধোনির অবসর গুজব ছড়িয়ে দেন তাঁদের কেউ কেউ। সেসবে পাত্তা না দিলেও, ধোনির অবসর নিয়ে কম আগ্রহ নেই সমর্থকদের। চলতি আইপিএলের মরশুমেও, চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে ধোনি না থাকায়, অনেকেই ধরে নিয়েছিলেন এবারটাই শেষ। আর আইপিএলের জার্সি গায়ে চাপাবেন না ধোনি। নেটদুনিয়ায় একপ্রকার রটেই গিয়েছে এই গুজব। তবে এই নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি ধোনি। এদিকে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরের দাবি, অবসর কবে নেবেন তা আগেই জানিয়ে দিয়েছেন ধোনি।
ঠিক কেন এমন দাবি ওয়াসিমের?
আসলে এই কথা খানিক তির্যক ভাবেই বলেছেন ওয়াসিম। বলার অপেক্ষা রাখে না, ধোনি কি করবেন তা আগেভাগে জানা সম্ভব নয় কারও পক্ষেই। এর আগে বহুবার এমন কাণ্ড ধোনি ঘটিয়েছেন যার বিন্দুমাত্র আঁচ ছিল না কারও কাছে। তা সে অবসর নেওয়ার সিদ্ধান্তই হোক বা অন্য কিছু। এ প্রসঙ্গ টেনেই ওয়াসিমের দাবি, ধোনি সবসময় সেই কাজটাই করেন যা কেউ ভাবে নি। বলা ভালো, সবাই যা ভাবেন ধোনি ঠিক তার উলটোটাই করে এসেছেন এতদিন। বিশেষ করে অবসর নেওয়ার ক্ষেত্রে এমনটাই করেই থাকেন ধোনি। এরপরই ওয়াসিম বলেন,সবাই ভাবছে চলতি মরশুমের পর ধোনি আইপিএল থেকে অবসর নেবেন, কিন্তু ধোনি কী করবেন, সেটা বুঝেই নিন! অর্থাৎ ওয়াসিম মনে করছেন এবারেও ঠিক উলটো পথে হেঁটে অবসরের জল্পনায় জল ঢালতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সুতরাং ধোনি ম্যাজিকে বুঁদ হওয়ার সুযোগ আরও কয়েকটা মরশুম জুড়ে মিলতেই পারে, এমনই ইঙ্গিত দিয়ে গেলেন ওয়াসিম জাফর।