দোলের দিন রঙিন হল বঙ্গের ভোট প্রচার। তবে অশান্ত থাকল সেই ভাঙড়। জেএনইউ-তে লালঝড়ে উড়ে গেল গেরুয়া নিশান। বাংলাতেও উঠল ছাত্র সংসদ নির্বাচনের দাবি। উৎসবের দিন ভয়াবহ দুর্ঘটনা মহাকাল মন্দিরে। ভোটের কারণে দেশের বাইরে যাচ্ছে না আইপিএল। প্রকাশিত টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি।
হেডলাইন:
আরও শুনুন: 23 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- রাশিয়ার জঙ্গিহানায় মৃত বেড়ে ১৫০, পাশে থাকার বার্তা ভারতের
আরও শুনুন: 24 মার্চ 2024: বিশেষ বিশেষ খবর- লোকসভার আগে বাড়িতে CBI তল্লাশি, নির্বাচন কমিশনে নালিশ মহুয়ার
বিস্তারিত খবর:
1. রঙের উৎসবে মাতোয়ার গোটা দেশ। সেই ছায়া পড়ল বঙ্গের ভোট প্রচারেও। রঙিন মেজাজেই এদিন প্রচারে নামলেন নেতারা। সোমবার সকালেই লড়াইয়ের ময়দানে নেমে গেলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাইক র্যালি থেকে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে চেনাছন্দে দেখা গেল নেতাকে। এদিকে দোলে রঙিন হয়ে বাইকে চড়ে বিষ্ণুপুরের অলিগলিতে ঘুরে বেড়ালেন সৌমিত্র খাঁ ও তাঁর স্ত্রী। সিউড়িতে এবার অন্য ছবি। নেই দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তবে, তাঁর বিরাট কাটআউটে আবির দিয়ে দোলের শুভেচ্ছা জানালেন অনুগামীরা। ভোটে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, এদিন মোটামুটি উৎসবের মেজাজ দেখা গেল সর্বত্রই। তবে, অশান্ত হয়ে উঠল ভাঙড়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভাঙড়ের পোলেরহাটে ব্যাপক সংঘর্ষ হয় তৃণমূল-আইএসএফের। তাতে মাথা ফাটে একজনের। পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। নতুন করে অশান্তি যাতে না ছড়ায়, সে ব্যাপারে কড়া নজর রেখেছে পুলিশ।
2. দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি হল বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। সংসদের একাধিক পদে জয়জয়কার বামপন্থীদের। জেএনইউ-র সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক – এই চার আসনেই জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। সভাপতি পদে এবিভিপি-র উমেশচন্দ্র আজমিকে পরাস্ত করেন বাম প্রার্থী ধনঞ্জয়। ৩০ বছর পর দলিত প্রার্থী হিসেবে জেএনইউ-র ছাত্র সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন ধনঞ্জয়। এই জয়ে স্বভাবতই চাঙ্গা বাম যুব-কর্মীরা। ঘটনায় রীতিমতো খুশি রাজ্যের বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। তৃণমূল ও বিজেপিকে একযোগে নিশানায় নিয়ে বাংলাতেও ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছেন এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তবে জেএনইউতে জয় পেলেও বাংলায় বামেদের খুব একটা গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।