পুরোটাই গেরুয়া রং-এর। তার মধ্যে রামের ছবি। এ জিনিস মাথায় তুলেই রাখতে চাইবেন ভক্তরা। তার ওপর এমনটা করলে যদি মাথা সুরক্ষিত থাকে, তাহলে তো কথাই নেই। সম্প্রতি, বাজারে এসেছে ‘রাম’ থিমের হেলমেট। কোন সংস্থা আনল এই হেলমেট? আসুন শুনে নেওয়া যাক।
রামের নামেই সুরক্ষিত থাকবে মাথা। বাজারে এসেছে এমনই এক হেলমেট, যার উপর বড় বড় হরফে লেখা ‘জয় শ্রী রাম’। সেইসঙ্গে রয়েছে রামের ছবিও। স্বাভাবিক ভাবেই ভক্তদের কাছে, এর চাহিদা তুঙ্গে। বিশেষ করে রাম মন্দির উদ্বোধনের আবহে অনেকেই রামের নাম লেখা এই হেলমেট সংগ্রহ করতে চাইছেন।
আরও শুনুন: মরণাপন্ন ব্যক্তির প্রাণ বাঁচালেন, অথচ স্বীকৃতির বদলে খোয়ালেন চাকরি, কেন?
২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে রামলালার মূর্তি। এর মধ্যেই কয়েক লক্ষ ভক্ত অযোধ্যার মন্দির ঘুরে এসেছেন। রামের দর্শন সারতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন নামীদামী তারকারা। যার দরুন, মন্দিরে জমাও পড়েছে কোটি কোটি টাকা অনুদান। এর আগে মন্দির তৈরির জন্য ভক্তরা দু-হাত উজাড় করে রাম মন্দিরে দান করেছেন। সেখানেও জমা পরেছিল কয়েকশো কোটি টাকা। মন্দির খোলার পরও সেই ছবি কিছুমাত্র বদলায়নি। স্রেফ টাকা নয়, রুপোর ঝাড়ু থেকে আরম্ভ করে সোনার তলোয়ার, রামের জন্য উপহার হিসেবে এসেছে এইসবও। সোনা-রূপোর গয়নাও জমা পড়েছে যথেষ্টই। এই আবহে বাজারে এল রামের নাম লেখা বিশেষ হেলমেট। স্রেফ সাজানোর জন্য নয়। এই হেলমেট তৈরিও হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি মেনেই। ফলে, যে সুরক্ষার কারণে হেলমেট প্রয়োজন, সেই কাজও ভালোমতোই হবে বলে দাবি প্রস্তুরকারি সংস্থা স্টিলবার্ডের। ভক্তদের আবেগ আর সুরক্ষা দুই-এর কথা ভেবেই এমন হেলমেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ওই সংস্থার।
আরও শুনুন: ট্রেনের নাম অহিংসা, আম্রপালীও… এমন আশ্চর্য নামকরণের কারণ কী?
সাধারণ হেলমেটে যেসব সুরক্ষা প্রযুক্তি থাকে, এই হেলমেটেও সেইসব রয়েছে। তার সঙ্গে আরও কিছু যোগ করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই হেলমেটের সামনে থাকছে বিশেষ এক কাঁচ। যাতে তেমন দাগ পড়বে না বললেই চলে। আপাতত দুটি রঙের হেলমেট বাজারে আনা হয়েছে। একটি কালো, অন্যটি গেরুয়া। দুটোতেই রাম মন্দির আর রামের ছবি রয়েছে। সেইসঙ্গে লেখা রয়েছে রাম নামও। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, এর দাম রাখা হয়েছে ১৩৪৯ টাকা। তবে দাম নিয়ে মাথা ঘামাতে তেমন আগ্রহী নন ভক্তরা। তাঁদের কাছে এই হেলমেট আলাদা আবেগ বহন করবে। আর সেইসঙ্গে সুরক্ষা তো থাকছেই। তাই আগামীদিনে স্রেফ রামভক্তরা নয়, অনেকেই এই হেলমেট ব্যবহার করবে বলেই দাবি স্টিলবার্ড কর্তৃপক্ষের।