‘শত্রু’ বিজেপিই এবার মিত্র। জোট বদলে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশ কুমারের। নেতাকে ‘গিরগিটি’ আখ্যা কংগ্রেসের। পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী। কিশোর খুনে উত্তপ্ত মেটিয়াব্রুজ। ন্যায় যাত্রা অশান্তির মাঝে উত্তরবঙ্গে রাহুল।রামই সংবিধান রচয়িতাদের অনুপ্রেরণা। ‘মন কি বাতে’ দাবি প্রধানমন্ত্রী মোদির। প্রথম টেস্টে লড়েও হার ভারতের।
হেডলাইন:
আরও শুনুন: 26 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- হাই কোর্টে বেনজির সংঘাত বিচারপতিদের, হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের
বিস্তারিত খবর:
1. ‘শত্রু’ বিজেপিই হল মিত্র। জোট বদলে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ নীতীশ কুমারের। রবিবার চতুর্থবার বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নীতীশের,’হাত’ ছেড়ে পদ্ম যোগের জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। রবিবার ইস্তফা দিয়ে তাতে শিলমোহর দেন তিনি। বিকেলে সেই রাজ্যপালই আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ালেন নীতীশ কুমারকে। এই সময়ের মধ্যে বদল হল জোটসঙ্গী। আরজেডি ও কংগ্রেসের জোট ছেড়ে বিকেলে বিজেপির সমর্থনে নবমবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। লোকসভা ভোটের আগে নীতীশের এই ভোলবদলকে ‘গিরগিটি’র সঙ্গে তুলনা করেছে কংগ্রেস। এই নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের তোপ, “দেশে এরকম অনেক নেতা আছেন, যাঁরা আয়া রাম, গয়া রাম।” অন্যদিকে নীতীশকে আরও একবার এনডিএ জোট সঙ্গী হওয়ায় স্বাগত জানিয়েছে বিজেপি।
2. পাঁচ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দমদম বিমানবন্দর থেকে হাসিমারার উদ্দেশে রওনা হন তিনি। সোমবার দু’টি অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। প্রথমটি হবে কোচবিহারে, দ্বিতীয়টি শিলিগুড়িতে। জানা গিয়েছে, কোচবিহারের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজবংশী ভাষা সরকারি স্কুলে পড়ানোর কথা ঘোষণা করবেন মমতা। এরপর উত্তরকন্যা থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাবাসীর জন্য পাট্টা বিলি করবেন মমতা। রায়গঞ্জ ও বালুরঘাটেও প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে মালদহ ঘুরে মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। সফর শেষ হতে ফেব্রুয়ারির ১ বা ২ তারিখ হবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।