১০ দিন পর আদালতে হাজির ‘নিখোঁজ’ শাহজাহান। সন্দেশখালি মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাই কোর্ট। দ্রুত গ্রেপ্তারের নির্দেশ বিচারপতির। কুণাল ঘোষের প্রতি কুরুচিকর মন্তব্যের জের। শিশির অধিকারীকে সমন আদালতের। ৪০ শতাংশ হারেই চাই মহার্ঘ ভাতা। দাবি তুলে মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। অন্যথায় সরকারি অফিসে অচলাবস্থা তৈরির হুঁশিয়ারি। মকর সংক্রান্তিতে ফের ঠান্ডার দাপট রাজ্যে। পাল্লা দিচ্ছে কুয়াশা, সম্ভাবনা হালকা বৃষ্টিরও। তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস হাওয়া অফিসের।
হেডলাইন:
আরও শুনুন: 14 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার আরও ২, এখনও অধরা শাহজাহান শেখ
আরও শুনুন: 13 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- পুরুলিয়ায় সাধু নিগ্রহ ‘তোষণের ফল’, তোপ অনুরাগের, পালটা তৃণমূলের
বিস্তারিত খবর:
1. সন্দেশখালি কাণ্ডের ১০ দিন পর প্রকাশ্যে শেখ শাহজাহান। সোমবার আদালতের দ্বারস্থ হলেন ‘নিখোঁজ’ তৃণমূল নেতা। মামলায় পার্টি করা হোক নেতাকে, বিচারপতি জয় সেনগুপ্তের কাছে আর্জি নেতার আইনজীবীর। তৃণমূল নেতা কেন এখনও আত্মসমপর্ণ করেননি, ভর্ৎসনার সুরে প্রশ্ন বিচারপতির। পালটা তৃণমূল নেতার অধিকার ক্ষুণ্ণ হওয়ার প্রশ্নে সরব আইনজীবী।
এদিকে সন্দেশখালি মামলায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট। এদিন কেস ডাইরি না আনায় প্রথমেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে পুলিশ। বিচারপতির প্রশ্ন, অভিযুক্ত তিনহাজার, গ্রেপ্তার মাত্র চারজন কেন? যদিও অ্যাডভোকেট জেনারেল জানান, তিনহাজার নয়, ৮০০ থেকে ১০০০ জন অভিযুক্ত। কিন্তু ৩০৭ ধারা কেন যোগ হয়নি? এখনও কেন ন্যাজাট থানার পুলিশকে তদন্তে রাখা হয়েছে? এমন একাধিক প্রশ্ন হাই কোর্টের। সৎভাবে বিচারের ইচ্ছে থাকলে অভিযুক্তদের গ্রেপ্তার করুন, এজিকে উদ্দেশ্য করে এদিন সাফ মন্তব্য করলেন বিচারপতি।
2. কুণাল ঘোষের প্রতি কুরুচিকর মন্তব্যের জের। সোমবার শিশির অধিকারীকে সমন পাঠাল কলকাতা নগর দায়রা আদালত। ১১ মার্চ কোর্টে হাজিরা দিতে হবে কাঁথির সাংসদকে।
একুশের বিধানসভা ভোটের প্রচার চলাকালীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন সাংসদ শিশির অধিকারী। এর পরই মানহানির অভিযোগ তুলে শিশির-সহ তিনজনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ। এদিন সেই মামলার শুনানি ছিল আদালতে। সেখানেই বিচারক অভিযুক্তদের আদালতে হাজিরার নির্দেশ দেন। সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়েছেন কুণাল। তবে সমনের নথি এখনও হাতে পাননি বলে জানিয়েছেন শিশিরের আইনজীবী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।