দলের অন্দরের কথা বাইরে নয়। গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে ‘সেন্সরশিপ’ চালু তৃণমূলে, সম্ভাবনা মুখপাত্র বদলের। অভিষেককে পাশে নিয়ে সংঘবদ্ধ লড়াইয়ের বার্তা মমতার। বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সিনহার পর্যবেক্ষণে আপত্তি। সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় ফায়দা নিতেই রাম মন্দির উদ্বোধন আরএসএস-বিজেপির। অভিযোগে আমন্ত্রণ ফেরাল কংগ্রেস।গান স্যালুটে উস্তাদ রাশিদ খানকে বিদায় কলকাতার। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও সংগীতমহলের বিশিষ্টরা।
হেডলাইন:
আরও শুনুন: 9 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- প্রয়াত উস্তাদ রাশিদ খান, শোকের ছায়া বাংলার সংস্কৃতিজগতে
আরও শুনুন: 8 জানুয়ারি 2024: বিশেষ বিশেষ খবর- ফের জেল ১১ ধর্ষকের, বিলকিস মামলায় সুপ্রিম তোপের মুখে গুজরাট সরকার
বিস্তারিত খবর:
1. ‘কেউ কারও বিরুদ্ধে প্রকাশ্যে বললে তাকে ছেঁটে ফেলা হবে’, দলীয় কোন্দল রুখতে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা নেতৃত্বদের নিয়ে বুধবারের বৈঠকে সেন্সরশিপ চালু করলেন নেত্রী। সাফ জানালেন, “দলের ভিতরের কথা বাইরে বলা যাবে না। কোনও ব্যক্তিগত আক্রমণ সোশাল মিডিয়ায় করা যাবে না। কোনও ঝগড়াঝাঁটি বরদাস্ত করা হবে না। দল যাঁকে বলতে বলবে একমাত্র তিনিই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন।” লোকসভা নির্বাচনের আগে ফের সংঘবদ্ধ লড়াইয়ের বার্তাও দিলেন মমতা। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, লোকসভার আগেই দলের মুখপাত্র বদল করা হতে পারে। এখন মোট ২১ জন মুখপাত্র রয়েছেন ঘাসফুল শিবিরে। তবে লোকসভার আগে একাধিক নতুন মুখ আনা হতে পারে। মুখপাত্র বাছাইয়ের কাজটি করবেন সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ দ্বন্দ্ব নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন উঠছিল। কিন্তু তার মধ্যেই এদিন কালীঘাটে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নেত্রীর কথায় জেলা নেতাদের সামনে নবজোয়ার যাত্রার অভিজ্ঞতাও তুলে ধরলেন তিনি। তাঁর নির্দেশ, ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা সহ নানা ইস্যুতে আন্দোলন আরও জোরদার করতে হবে। বৈঠক শেষে অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, নেত্রী যা নির্দেশ দেবেন, সেটাকে শিরোধার্য মেনেই আগামী দিনে কাজ করবেন তিনি।
2. বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করুন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি, এমনটাই দাবি অভিষেকের। তাঁর বক্তব্য, বিচারাধীন বিষয় নিয়ে বারবার এজলাসের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এ বিষয় থেকে বিরত থাকতে তাঁকে সুপ্রিম নির্দেশ দেওয়া হোক। ইতিপূর্বে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে শীর্ষ আদালতে গিয়েছিলেন তৃণমূল ছাত্র সংগঠনের নেতা সুদীপ রাহা। এবার বিচারপতির বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশপাশি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি নিয়েও শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হোক, যেখানে অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরিয়ে আনা মামলার শুনানি করা হবে। সুপ্রিম কোর্টে এমনই আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।