হিন্দুদের উপাস্য দেবতা রামলালা। রাম মন্দির ঘিরেও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। কিন্তু ঈশ্বর তো সকলেরই। সে কথাই যেন ফের বোঝালেন এই মহিলারা। ধর্মে মুসলিম হলেও যাঁরা হাত লাগিয়েছেন রামলালার জন্য পোশাক তৈরি করতে। আসুন, শুনে নেওয়া যাক।
ধর্মে মুসলিম। কিন্তু রাম মন্দিরে গিয়ে রামলালাকে দর্শন করতে চান তাঁরা। শুধু তাই নয়, বিগ্রহকে উপহার দিতে চান নিজেদের হাতে বানানো পোশাক। সেই লক্ষ্যেই দিনরাত এক করে কাজ করে চলেছেন তিন মুসলিম মহিলা। উত্তরপ্রদেশের বরেলির এই মহিলারা যেন আরও একবার বুঝিয়ে দিলেন, রাম সকলেরই। যে কেউ, যে কোনও রূপেই ঈশ্বরের ভজনা করতে পারেন। আর বিভেদ নয়, সমন্বয়ই আসলে ধর্মের মূল কথা।
আরও শুনুন: ‘মুসলিম বলে রামের ভজনা করব না!’ সম্প্রীতির আলো ছড়িয়ে হেঁটেই রাম মন্দির যাচ্ছেন শবনম
জানা গিয়েছে, ওই মহিলারা সকলেই বিবাহবিচ্ছিন্না। যে তিন তালাকের জেরে তছনছ হয়ে গিয়েছিল তাঁদের জীবন, বিজেপি আমলেই রদ হয়েছে সেই প্রথা। কোনও মুসলিম পুরুষ চাইলেই যে মুহূর্তের মধ্যে স্ত্রীকে তালাক দিতে পারবেন না, এবং সেই কারণে কোনও মুসলিম মহিলার জীবনেও যে আকস্মিক বিপর্যয় নেমে আসবে না, সেই বিষয়টিকেই নিশ্চিত করেছে তিন তালাক। এই পদক্ষেপের জন্য বারে বারেই মুসলিম মহিলাদের কাছ থেকে বাহবা কুড়িয়ে নিতে চেয়েছে শাসক দল। সেই বিজেপি সরকারের আমলেই শাসক দলের পাখির চোখ হয়ে দাঁড়িয়েছিল রামজন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ ও প্রতিষ্ঠা। সেই মন্দিরের রামলালার জন্যই এবার পোশাক বানালেন ওই মুসলিম মহিলারা। তাঁদের বক্তব্য, হিন্দু সম্প্রদায় যখন ইদগার জন্য জমি দিয়েছে, তাহলে মুসলিম পক্ষই বা রাম মন্দিরের দিকে সম্প্রীতির হাত বাড়াতে পারবে না কেন?
আরও শুনুন: রাম মন্দিরে প্রতিষ্ঠা হবে তাঁর হাতে গড়া রামলালার, কে এই অরুণ যোগীরাজ?
তবে যে মন্দির ঘিরে গোটা দেশে সাজো সাজো রব, সেখানে উপহার দেওয়াও তো সহজ কাজ নয়। তাই বিশেষ গুরুত্ব দিয়েই রামলালার জন্য পোশাক বানিয়েছেন তাঁরা। সমস্ত পোশাকে রয়েছে মুক্তোর কারুকার্য। বরেলির বিখ্যাত জরি জারদৌসি কাজে বোনা হয়েছে পুরো পোশাক। শুধু একবার নয়, মন্দির ট্রাস্টের অনুমতি মিললে প্রতি বছরই এভাবে রামলালার পোশাক বানাতে চান তাঁরা, এমনটাই জানাচ্ছেন ওই মহিলারা। শুধু পোশাকই নয় অবশ্য। এর পাশাপাশি বরেলি-সহ প্রায় ৩০টি জেলায় ঘুরে ঘুরে মন্দিরের জন্য অনুদানও সংগ্রহ করেছেন তাঁরা। রাম মন্দিরে গিয়ে সেই অর্থও কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন তাঁরা। রাম মন্দির ঘিরে দেশজুড়ে যে ভক্তি উন্মাদনার স্রোত বইছে, সেই জোয়ারে এবার শামিল হলেন এই মুসলিম মহিলারাও।