লোকসভা ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের দিলেন জমির পাট্টা, বাড়ি তৈরির টাকা। ঘরের মেয়ে হয়ে গেরস্থের সঙ্গে চা পান মমতার। ভাইপোতেই আস্থা মায়াবতীর। দলে নিজের উত্তরসূরি ঘোষণা বিএসপি সুপ্রিমোর। হুগলির মাহেশে হাজার কণ্ঠে গীতাপাঠের আসর। মমতার প্রতিনিধি হিসেবে হাজির কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছত্তিশগড়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা গেরুয়া শিবিরের।অসহিষ্ণুতা প্রসঙ্গে উদ্বেগ প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের।
হেডলাইন:
আরও শুনুন: 8 ডিসেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- ‘বিজেপির প্রতিহিংসার শিকার’, মহুয়ার সাংসদ পদ বাতিলে তোপ মমতার
বিস্তারিত খবর:
1. লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে কল্পতরু মুখ্যমন্ত্রী। রবিবার আলিপুরদুয়ারে ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে জমির পাট্টা তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়,”১৩ হাজার চা শ্রমিককে জমির পাট্টা ও আর্থিক সাহায্য দেওয়া হবে।” একইসঙ্গে বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ডুয়ার্সের একাধিক চা বাগানের গেটে তালা ঝুলেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। এদিন তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথা জানালেন মমতা। বিনামূল্য় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন। অন্যদিকে জলপাইগুড়িতে এদিন জনসংযোগ করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। রাস্তায় নেমে বড়দের শীতবস্ত্র, ছোটদের হাতে টেডিবিয়ার উপহার তুলে দেন। এক গেরস্থ বাড়িতে ঢুকেও চা খান মমতা। মুখ্যমন্ত্রীকে এভাবে আপনজনের মতো কাছে পেয়ে আপ্লুত পাহাড়ের বাসিন্দারা।
2. ভারতীয় রাজনীতিতে আরও এক ভাইপোর উত্থান। এবার বিএসপি সুপ্রিমো মায়াবতীর উত্তরসূরি হতে চলেছেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ। দলের জাতীয় পদাধিকারীদের বৈঠকে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন বিএসপি সুপ্রিমো। দলীয় বৈঠকে বিএসপি সুপ্রিমোর ঘোষণা, এবার থেকে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো আকাশ আনন্দ। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মায়াবতীর এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। জাতীয় দল হলেও উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বাইরে বিএসপির প্রভাব সীমিত। তবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাবের মতো কিছু রাজ্যে বিএসপির প্রভাব আছে। আপাতত ওই রাজ্যগুলিতেই সংগঠন বাড়ানোর দায়িত্ব পড়ছে আকাশ আনন্দের উপর। এদিকে বাংলার শাসকদল এ বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, “মায়াবতীজির সিদ্ধান্ত তাঁদের নিজেদের দলের ব্যাপার। তবে তিনি নতুন প্রজন্মকে তুলে আনতে চাইলেন, সেই প্রতিনিধিকে অভিনন্দন বা স্বাগত জানাই।” রাজনৈতিক মহলের মত, সরাসরি ঘোষণা না করলেও মায়াবতী এদিন কার্যত বুঝিয়ে দিয়েছেন, তাঁর অনুপস্থিতি দলের রাশ যাবে ভাইপো আকাশের হাতেই।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।