খাবার নয়, এই রেস্তরাঁয় গেলেই মিলবে সপাট চড়। তাও আবার সুন্দরী মহিলাদের হাতে। সেই টানেই বেজায় ভিড় জমে সেখানে। কিন্তু কেন? স্রেফ চড় খেতে কেউ ওই রেস্তরাঁয় কেন যায় জানেন? আসুন শুনে নিই।
দামি রেস্তরাঁয় খেতে গিয়েছেন। পছন্দের খাবার অর্ডার করেছেন। সুন্দরী ওয়েটার সেই খাবার নিয়েও এলেন। কিন্তু একি! সার্ভ করার বদলে তিনি সপাটে চড় কষালেন আপনার গালে। তাও আবার একটা-দুটো নয়, পর পর পাঁচটা চড় মারলেন তিনি। অথচ আশেপাশে সবাই এই দৃশ্য দেখে রীতিমতো উচ্ছ্বসিত।
আরও শুনুন: প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী, ধর্ম নিয়ে ভুল ভাঙাচ্ছেন ভিনদেশি ধর্মগুরু
ব্যাপারটা কী?
আসলে এই রেস্তোরাঁয় এমনটাই রেওয়াজ। কথা বলছি, জাপানের শচিহোকো-ইয়া ইজাকায়া রেস্তোঁরা সম্পর্কে। এখানে খাবারের সঙ্গে সার্ভ করা হয় ‘চড়’। যে কোনও রেস্তরাঁই জনপ্রিয়তা বাড়াতে নতুন কিছু করার চেষ্টা করে। আর সেই নতুন কিছু করার ভাবনা থেকেই ‘চড়’ মারার রেওয়াজ শুরু হয়। ভাবছেন তো, খামোকা চড় খেতে কেউ রেস্তরাঁয় যাবেন কেন?
আরও শুনুন: বিরিয়ানিতে কেন মাংস নেই? রেস্তরাঁর বিরুদ্ধে মামলা দায়ের ব্যক্তির
এখানেই এই রেস্তরাঁ অভিনব। কারণ এখানে গেলে যে কেউ আপনাকে চড় মারতে আসবেন না। সেই কাজের দায়িত্ব স্রেফ সুন্দরী মহিলাদের। রীতিমতো সেজেগুজে মহিলারা এসেই চড় মারবেন। অনেকের কাছেই সেই চড় আর সাধারণ থাকে না। হাজার হোক, সুন্দরী মহিলা ছোঁবেন! স্রেফ এই আশাতেই এই রেস্তোঁরায় ভিড় জমান অনেকে। যদিও এর জন্য খরচও করতে হয় আলাদাভাবে। খাবারের দাম আলাদা। চড়ের দামও আলাদা। সেখানেও আবার ভাগ রয়েছে। অর্থাৎ যে কোনও সুন্দরী মহিলা যদি চড় মারেন তাহলে খরচ করতে হবে ৩০০ ইয়েন। আর নির্দিষ্ট কোনও মহিলা বা যার হাতে চড় খেতে গ্রাহক পছন্দ করবেন, সেই মহিলা চড় মারলে দিতে হবে ৫০০ ইয়েন। তবে সব ক্ষেত্রেই অন্তত ৫-৬ টা চড় মিলবে। কেউ কেউ দু-একটা চড় খেয়েই ক্ষান্ত হন। কারও আবার সাত চড়েও আশ মেটে না। তবে চড় খাওয়া মোটেও বাধ্যতামূলক নয়। যার ইচ্ছা হবে তিনি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এমনটা করতে পারেন। শোনা যায়, এইভাবে রোজকার ক্লান্তি দূর করেন অনেকে। শুনতে অবাক লাগলেও সত্যি। সুন্দরী মহিলার হাতে চড় খেলেই নতুন করে কাজের উদ্যম মেলে, এমনটাই ধারণা তাঁদের। তাই চড় খাওয়ার জন্য টাকা খরচ করতে বিন্দুমাত্র আপত্তি নেই। রেস্তরাঁর অন্যান্য কর্মীরাও এতে বেজায় উৎসাহ পান। কেউ চড় খাওয়ার জন্য টাকা দিলেই বেশ হই হই শুরু হয়ে যায়। সকলে বেশ আগ্রহ নিয়ে দেখেন, চড় খাওয়ার পর অতিথির ঠিক কী প্রতিক্রিয়া হচ্ছে। সম্প্রতি ওই রেস্তরাঁর একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কীভাবে সুন্দরী মহিলারা ওই রেস্তরাঁয় খেতে আসা লোকজনকে চড় মারছেন। তবে এই রেওয়াজ ভালোভাবে নেননি নেটিজেনদের অনেকেই। রীতিমতো কটাক্ষ করেছেন কেউ কেউ। তাই শোনা যাচ্ছে, আগামী দিনে এমন রেওয়াজ বন্ধ করে দিতে পারে জাপানের ওই রেস্তোঁরা কর্তৃপক্ষ। তবে অনেকের কাছেই যে বিষয়টা বেশ আশ্চর্যের ঠেকেছে একথা বলাই বাহুল্য।