লোকসভা ভোটের আগেই প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যার বহুপ্রতীক্ষিত রামমন্দির। এই গুরুত্বপূর্ণ মন্দিরে পৌরোহিত্যের ভার পাবেন কারা, তা ঠিক করতে এবার নির্বাচন পর্ব শুরু করল মন্দির কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক আবেদনের মধ্যে থেকে কীভাবে বেছে নেওয়া হবে পুরোহিতদের? আসুন, শুনে নেওয়া যাক।
রামজন্মভূমিতে রামমন্দির প্রতিষ্ঠার দিকে নজর গোটা দেশের হিন্দু সম্প্রদায়ের। লোকসভা নির্বাচনের আগেই খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। আর সেই লক্ষ্যেই এবার পুরোহিত নির্বাচনের জন্য উদ্যোগী হল রামমন্দির কর্তৃপক্ষ। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে সম্প্রতি পুরোহিত পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। যদিও পুরোহিতের পদ রয়েছে মাত্র ২০টি, কিন্তু রামমন্দিরের পৌরোহিত্য পাওয়ার জন্য যে অনেকেরই আগ্রহ থাকবে তা বলাই বাহুল্য। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিন হাজারেরও বেশি মানুষ রামমন্দিরের পুরোহিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। সেখান থেকেই চূড়ান্ত বাছাই পর্বের জন্য কঠিন পরীক্ষার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
আরও শুনুন: ভোটে জিততে ভরসা ‘জুতোর বাড়ি’! মধ্যপ্রদেশে মুসলিম ফকিরের মার মাথায় নিলেন নেতা
জানা গিয়েছে, রাম মন্দিরের পুরোহিতের পদের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে মোটামুটি ২০০ জনকে। অযোধ্যায় করসেবকপুরমে ইন্টারভিউ পর্বের মধ্যে দিয়ে চূড়ান্ত করা হবে মূল তালিকা। সেই ইন্টারভিউয়ের জন্য তৈরি করা হয়েছে তিন জন সদস্যের একটি প্যানেল। যেখানে রয়েছেন বৃন্দাবনের হিন্দু ধর্মগুরু জয়কান্ত মিশ্র, মিথিলেশ নন্দিনী এবং সত্যনারায়ণ দাস নামে অযোধ্যার দুই মোহন্ত। এই মুহূর্তে যে মন্দিরটি দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে, সেখানে পৌরোহিত্যের সুযোগ পাওয়ার আগে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে প্রার্থীদের। এই প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন পুজোপার্বণের রীতিনীতির বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করার পাশাপাশি রামের সন্ধ্যা বন্ধনের পুজো পদ্ধতি, উপাসনা মন্ত্র, কর্মকাণ্ড ইত্যাদি হিন্দু ধর্ম-পুরাণের নানা বিষয়েই প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। নির্বাচন পর্ব শেষ হওয়ার পর ছয় মাস নির্দিষ্ট ধর্মীয় পাঠক্রম ধরে এই পুরোহিতদের প্রশিক্ষণ চলবে অযোধ্যায়।
আরও শুনুন: ছোট চুল রেখেছে মানেই নারীবাদী! বেজায় খেপে মহিলাকে আক্রমণ যুবকের
রামমন্দিরের পুরোহিত হলে কত টাকা বেতন মিলতে পারে? জানা যাচ্ছে, প্রশিক্ষণ চলাকালীন খাবার এবং থাকার ব্যবস্থা ছাড়া ২০০০ টাকা করে বৃত্তি পাবেন ওই পুরোহিতেরা। আর তারপরে? জানা যায়, বর্তমানে রাম মন্দিরের মুখ্য পুরোহিত পান ২০ হাজার টাকা বেতন। সহায়ক চার পুরোহিত পান ২০ হাজার টাকা। কোঠারি কিংবা ভাণ্ডারিরা পান ১৫ হাজার টাকা। ভৃত্যরাও পান ১৫ হাজার টাকা। রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর এই ক্রম মোতাবেকই পুরোহিতদের বেতনের পরিমাণ ধার্য হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।