ভয়ের চোটে ফোন বন্ধ করে রাখেন কেউ, কেউ আবার ফোন হাতছাড়া করতেই ভয় পান। হ্যাঁ, ভয় যে মানুষকে কখন কোথায় কাবু করে, তা বলা মুশকিল। শুনে নেওয়া যাক তেমনই আশ্চর্য কিছু ভয়ের কথা।
ভয়। মানুষের সবচেয়ে সহজাত প্রবৃত্তি হয়তো এটিই। কারও কারও ক্ষেত্রে সেই ভয় বাড়াবাড়ি চেহারা নেয়, যাকে বলা হয় ফোবিয়া। ফোবিয়ার আক্ষরিক মানে হল মৃত্যুভয়। আশ্চর্যের কথা হল, যে ভয় দেখে কোনও মানুষ মৃত্যুর আতঙ্কে ভুগবেন, সেই ভয় সে সবসময় খুব ভয়াবহ হবে, এমনটাও কিন্তু নয়। কেউ বদ্ধ জায়গায় গেলে দমবন্ধ হয়ে যাওয়ার ভয় পান, কারও ভয় জলে ডুবে যাওয়ার, কেউ উঁচুতে উঠলেই পড়ে যাওয়ার ভয় পান, এমন নানা ফোবিয়ার কথা আমরা জানি। কিন্তু চেনা ফোবিয়া ছাড়াও সম্প্রতি আরও কিছু নতুন ফোবিয়াকে চিহ্নিত করেছে ‘ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিজঅর্ডার’, যেগুলি রীতিমতো অবাক করা।
আরও শুনুন: চুম্বনে বিভ্রাট! শীতের হাওয়ায় ঠোঁটে টান, সামলাবেন কী উপায়ে?
যেমন ধরা যাক নোমোফোবিয়ার কথা। এই ফোবিয়া যাদের থাকে, তারা নোটিফিকেশন আর মিসড কল দেখলেই ভয় পান। অনেকসময় ভয়ের চোটে ফোন বন্ধই করে দেন কেউ কেউ। অথচ ফোন হাতছাড়া করতেও তাঁরা ভয় পান, পাছে সেই সময়ে নোটিফিকেশন আর কল এসে পড়ে!
সত্যি বলতে, সোশ্যাল মিডিয়া আর ভারচুয়াল জগতের দৌলতে একাধিক ফোবিয়া উপহার পেয়েছে এই সময়ের মানুষ। এর মধ্যেই পড়ে এডিটোভালটাফোবিয়া। ভারচুয়াল জগতে কোন পোস্টে কে কী মনে করবে, নিজের ইমেজ সেখানে কেমন দাঁড়াবে, তা নিয়ে এতই ভয় পান কেউ কেউ যে পোস্ট করে উঠতেই পারেন না।
আবার ধরুন, নিজেকে সুন্দর দেখানোর তাগিদে কম খাওয়া বা না খাওয়ার যে চল, তাও কিন্তু ফোবিয়া হতে পারে। খেতে ভয়, বিশেষ করে নতুন রান্না চেখে দেখতে আরও ভয়। যাকে বিশেষজ্ঞরা বলছেন ফুড নিওফোবিয়া। আর যদি ভয় থাকে কেবল কার্বোহাইড্রেটে? রোগা হতে গিয়ে নো কার্ব ডায়েটের পথে হাঁটেন অনেকেই। কার্বোহাইড্রেট দেখলেই ভয়ে সিঁটিয়ে থাকার শুরুটা এ থেকেই, যার পোশাকি নাম কার্বোফোবিয়া।
আরও শুনুন: বাসন মাজলেও যাচ্ছে না খাবারের গন্ধ! ভরসা থাকুক ঘরোয়া উপায়েই
পুতুলের মতো সুন্দর জিনিসকে দেখে কেউ ভয় পান, এমনটা কি হতে পারে আদৌ? বিশেষজ্ঞরা বলছেন, হ্যাঁ। যারা পিডিওফোবিয়ায় ভোগেন, তাঁরা পুতুল কিংবা মানুষের মতো চেহারার কোনও নিষ্প্রাণ বস্তুকে দেখলেই ভয় পান।
আসলে অধিকাংশ ফোবিয়ারই জন্ম হয় পুরনো কোনও অভিজ্ঞতা, কোনও ট্রমা থেকে। কিন্তু সবসময় তেমনটা নাও হতে পারে। কখনও কোনও পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কাউকে গিলে ফেলতে পারে নানা ভয়। আশ্চর্য সব ফোবিয়ার কথা শুনতে যতই আজব লাগুক না কেন, তা থেকে আসা ভয়টা কিন্তু আজগুবি নয়।