ভারতের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শ্রীলঙ্কা। বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পাকা টিম ইন্ডিয়ার। টাকার বদলে প্রশ্ন বিতর্কের শুনানিতে বিস্ফোরক অভিযোগ মহুয়ার। রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব ভুলে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’, দাবি মুখ্যমন্ত্রীর।৮ নভেম্বর পর্যন্ত কম্যান্ড হাসপাতালেই চিকিৎসা হবে জ্যোতিপ্রিয়র। স্বাস্থ্যসাথী কার্ডে আর হাড়ের অস্ত্রোপচার নয় বেসরকারি হাসপাতালে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বিশ্বকাপের সপ্তম ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে জয় টিম ইন্ডিয়ার। ব্যাটে বলে বিরাট দাপট রোহিতদের। বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে এদিন ৩৫৭ রান তোলে ভারত। দ্বিতীয় বলেই রোহিত আউট হতে প্রাথমিক ধাক্কা লেগেছিল। কিন্তু বিরাট-শুভমানের ব্যাটে এরপরেই যোগ হয় ১৮৯ রান। ৯২ বলে ৯২ রানে আউট হন তরুণ ওপেনার। এদিকে সেঞ্চুরির মুখ থেকে ফিরতে হয় কিং কোহলিকেও। পরে মিডল অর্ডারে ভাঙন ধরলেও রুখে দাঁড়ালেন শ্রেয়স আইয়ার। তাঁর ব্যাট থেকে এল ৫৬ বলে ৮২ রান। কিন্তু রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। প্রথম বলেই ফর্মে থাকা নিশঙ্ককে আউট করেন বুমরাহ। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ২২ রানেই ৭ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত মাত্র ৫৫ রানেই খেলা থামল মেন্ডিস-দের।
2. লোকসভার এথিক্স কমিটিতে টাকার বদলে প্রশ্ন বিতর্কের শুনানি চলাকালীন নয়া বিতর্ক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে অনৈতিক, ব্যক্তিগত এবং অশালীন প্রশ্ন করার অভিযোগ উঠল খোদ কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ বিনোদ সোনাকারের বিরুদ্ধে। যার প্রতিবাদে ওয়াক আউট করলেন মহুয়া-সহ ওই কমিটির সব বিরোধী সদস্য।
শিল্পপতি হীরানন্দানির থেকে পাওয়া টাকার বিনিময়েই আদানি গ্রুপের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিলেন মহুয়া, এই অভিযোগে সরব বিজেপি। যার জেরে এথিক্স কমিটির তলব অনুযায়ী এদিন হাজিরা দেন তৃণমূল নেত্রী। ওই কমিটির ১১ সদস্যের মধ্যে ৬ জন বিজেপির, ৫ জন বিরোধীর মধ্যে তৃণমূলের কোনও সাংসদ না থাকলেও দুজন কংগ্রেসের, একজন জেডিইউয়ের, একজন সিপিআইয়ের এবং একজন বিএসপির সাংসদ আছেন। অভিযোগ, মহুয়াকে চাপে ফেলতে রীতিমতো বিতর্কিত প্রশ্ন করেছেন কমিটির চেয়ারম্যান-সহ বিজেপি সাংসদরা। মহুয়া বিদেশ সফরে থাকাকালীন কোন হোটেলে থাকতেন, কার সঙ্গে থাকতেন, বিল কে দিতেন, এমনকি রাতে মহুয়াকে কারা ফোন করেন, এমন সব প্রশ্ন ওঠে বিজেপির তরফে। বিরোধী শিবিরের সাংসদদের অভিযোগ, খোদ নীতি কমিটির প্রধানই অনৈতিক এবং অশালীন প্রশ্ন করেছেন মহুয়াকে। যার জেরে ক্ষোভে একযোগে ওয়াক আউট করেন মহুয়া-সহ সব বিরোধী সাংসদ। এথিক্স কমিটির কথা বাইরে বলে গোপনীয়তার নিয়ম ভেঙেছেন মহুয়া, এই মর্মে পালটা তোপ দেগেছে বিজেপি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।