আগামী ৬ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতে জ্যোতিপ্রিয় মল্লিক। নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। শুনানির মাঝেই অসুস্থ মন্ত্রী, পাশে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা তৃণমূলের। সারদা মামলায় চুপ কেন? দুর্নীতির নথি প্রকাশ করে শুভেন্দুকে গ্রেপ্তারির দাবিতে সরব তৃণমূল মুখপাত্র। দুর্গাপুজোর মেগা কার্নিভ্যালে মুখ্যমন্ত্রীকে ঘিরে বসল চাঁদের হাট। মমতার আমন্ত্রণে ভিড় জমালেন টলিউডের তারকারাও। এশিয়ান গেমসের পর এশিয়ান প্যারা গেমসেও জয়জয়কার ভারতের। রেকর্ড গড়ে ১০০ পদকের পথে দেশ। প্যারা অ্যাথলিটদের সাফল্যে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. ম্যারাথন জেরার পর শুক্রবার ভোররাতে ইডির হাতে গ্রেপ্তার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। স্বাস্থ্যপরীক্ষার পর এদিনই তাঁকে তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে। সেখানে দিনভর চলে শুনানি। তবে শুনানি চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। আদালত থেকেই সোজা বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে, আগামী ৬ নভেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়কে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। চিকিৎসার পর হাসপাতাল থেকে বেরলে ইডি হেফাজতেই থাকতে হবে তাঁকে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কম্যান্ড হাসপাতালের চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ডও গঠন করার নির্দেশ দিয়েছেন বিচারক। তবে মন্ত্রীর গ্রেপ্তারির গোটা বিষয়টিকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। সংবাদমাধ্যম থেকে আরম্ভ করে সোশাল মিডিয়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে মুখ খুলেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। কুণালের কথায় ফের উঠে এসেছে শুভেন্দুর নাম। একই সুরে বিজেপিকে তুলোধোনা করেছেন শোভনদেবও। এদিকে, জ্যোতিপ্রিয়র গ্রেপ্তারি নিয়ে উলটো সুর বিজেপি নেতাদের। দিল্লির বঙ্গ বিজেপি সম্মেলন থেকেই এই বিষয়ে তৃণমূলকে পালটা দিয়েছেন দিলীপ ঘোষ। পাশাপাশি, বারাসতের প্রতিবাদী শিক্ষক-যুবক বরুণ বিশ্বাস খুনের ঘটনাতেও জ্যোতিপ্রিয় বিশ্বাসের হাত ছিল, এই দাবিতে এবার সরব তাঁর পরিবার এবং এপিডিআর কর্মীরাও।
2. পুজো শেষেও কাটছে না উৎসবের রেশ। শুক্রবার তিলোত্তমার রেড রোডে জনঅরণ্য। দুর্গাপুজোর মেগা কার্নিভ্যালে মুখ্যমন্ত্রীকে ঘিরে বসল চাঁদের হাট। মমতার আমন্ত্রণে ভিড় জমালেন টলিউডের তারকারাও।
শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি অংশ নিয়েছে রেড রোডে রাজ্য সরকার আয়োজিত এই অনুষ্ঠানে। যে কারণে শুক্রবার দিনভর যান নিয়ন্ত্রণের কথা ঘোষণা হয়েছিল আগেই। বন্ধ ছিল একাধিক রাস্তাও। এদিকে ‘দিদির ডাকে’ দুর্গাপুজোর মেগা কার্নিভ্যালকেও সুপারহিট করতে হাজির টলিউড। পুলিশের বাইকের পিছনে বসে কার্নিভালের মঞ্চ অবধি পৌঁছে গেলেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, জুন মালিয়া, লাভলি মৈত্র থেকে শ্রীতমা ভট্টাচার্য, বড়পর্দার সেলেবদের পাশাপাশি টেলিপর্দার জনপ্রিয় মুখদেরও দেখা গেল কার্নিভ্যালের মঞ্চ আলোকিত করতে। আসলে বাংলা বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ সুসম্পর্ক রয়েছে। তাছাড়া, ইন্ডাস্ট্রির অনেকেই বর্তমানে রাজনৈতিক শিবিরের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। কেউ বিধায়ক, কেউ সাংসদ, এককথায় রাজ্যের শাসক শিবিরে তারকাদের ভিড়। সব মিলিয়ে এদিনও শহর জুড়ে জমজমাট রইল পুজোর আমেজ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।