কলকাতায় থাবা বাড়াচ্ছে ডেঙ্গু। একটি বরোতেই তিনদিনে প্রাণ গেল তিনজনের। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে বিক্ষোভ শুভেন্দু-সহ বিজেপি বিধায়কদের। শিল্প সম্ভাবনা, ফুটবলে বিনিয়োগ থেকে সাংস্কৃতিক সমন্বয়। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর থেকে বড় প্রাপ্তি বাংলার। রাজ্যের বকেয়া আদায়ই লক্ষ্য, দিল্লিতে বড় আন্দোলনের প্রস্তুতি শুরু তৃণমূলের। অভিষেকের অফিস ঘেঁষেই যাবে চাকরিপ্রার্থীদের মিছিল। কাবেরী জলবণ্টন নিয়ে তুঙ্গে বিতর্ক। ‘দাদাসাহেব ফালকে’ সম্মান পাচ্ছেন বলিউড অভিনেত্রী ওয়াহিদা রহমান।
হেডলাইন:
আরও শুনুন: 25 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর-এশিয়ান গেমসে সোনা তিতাস-হরমনপ্রীতদের, অভিনন্দন প্রধানমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। কলকাতায় একটি বরোতেই গত তিনদিনে প্রাণ গেল তিনজনের। মঙ্গলবার এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হল ২৮ বছরের এক গৃহবধূর। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এবার স্বাস্থ্যভবন অভিযান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ডেঙ্গু নিয়ে স্মারকলিপি জমা দিতে মঙ্গলবার স্বাস্থ্যভবনে যান শুভেন্দু-সহ বিজেপির ২২ জন বিধায়ক। কিন্তু স্বাস্থ্যভবনের গেটে তাঁদের আটকে দেয় পুলিশ। প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দু বাকবিতণ্ডা শুরু হয়। স্লোগান দিতে থাকেন বিধায়করা। বিরোধীদের অভিযোগ, ডেঙ্গু রোধে রাজ্য সরকার উদাসীন। শুভেন্দুর কথায়, “করোনার থেকেও খারাপ হয়েছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। টেস্ট কিট নেই, ১০০-র বেশি মারা গিয়েছে। কেন্দ্রকে রিপোর্ট দেয়নি রাজ্য। কত মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, সেই তথ্য প্রকাশ করছে না।” বিজেপিকে ভয় পাচ্ছে বলেই তাঁদের ঢুকতে দেয়নি স্বাস্থ্যভবন, দাবি বিরোধী দলনেতার। ইতিমধ্যেই ডেঙ্গু পরিস্থিতির মোকাবিলা করতে ১৫ দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। তারপরেও রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে রোগটি।
2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন ও দুবাই সফর থেকে বড় প্রাপ্তি রাজ্যের। মঙ্গলবার নবান্নে সচিবগোষ্ঠীর বৈঠকের পর মুখ্যমন্ত্রীর সফরের বিস্তারিত তথ্য জানালেন মুখ্যসচিব এবং শিল্পসচিব। রাজ্যের শিল্প সচিব বন্দনা যাদব জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে মূলত ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের উপর জোর দেওয়া হয়েছে। লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষর করা হয়েছে। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়াম ওদের হাতে তুলে দেওয়া হবে অ্যাকাডেমি করার জন্য। বিশেষ করে মহিলা ফুটবলার তৈরির দিকে নজর দেওয়া হবে।” তিনি আরও জানান, স্পেনের চারটি প্রথম সারির বণিকসভার সঙ্গে বৈঠক হয়েছে। স্পেনীয় ভাষা শিক্ষার বিষয়ে কথা হয়েছে। নির্দিষ্ট কোনও বিশ্ববিদ্যালয় বা সেন্টার চিহ্নিতকরণ করে সেখানে স্পেনীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এমনকী ফ্যাকাল্টি ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হবে। বৈঠক হয়েছে স্পেনের বিখ্যাত বস্ত্র কোম্পানির সঙ্গেও। পাশাপাশি দুবাই সফরের প্রাপ্তি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, “দুবাইয়ের বিখ্যাত লুলু গ্রুপ আমাদের এখানে মল তৈরি করবে। পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আমিরশাহীর মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে। এরাজ্যে বিনিয়োগের বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।” স্পেন, বার্সেলোনা ও দুবাই থেকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রতিনিধিরা আসবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।