শেষ পর্যন্ত সংসদে পাশ হল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। এই পদক্ষেপের জন্য উচ্ছ্বাসে ভেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংবর্ধনা জানালেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পালটা তাঁদের পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন খোদ মোদি। আসুন, শুনে নেওয়া যাক।
মহিলা সাংসদরাই পরিবর্তনের মশাল। মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর বিজেপির মহিলা সাংসদদের সঙ্গে ছবি তুলে ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। এই বিল পাশ হওয়াকে ভারতীয় গণতন্ত্রের পক্ষে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবেই তুলে ধরছে বিজেপি শিবির। আর তাই, নরেন্দ্র মোদির আমলেই যে এই বিল শেষ পর্যন্ত পাশ হল, তার জন্য মোদির উচ্ছ্বসিত প্রশংসা করছেন বিজেপি নেত্রীরা। রাজ্যসভায় বিল পাশ হওয়ার পরেই প্রধানমন্ত্রীকে ফুল উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, স্মৃতি ইরানিরা। আর এবার মোদিকে রীতিমতো সংবর্ধনা জানালেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পালটা তাঁদের পা ছুঁয়ে শ্রদ্ধা জানালেন খোদ নরেন্দ্র মোদি।
আরও শুনুন: ছিল না কেন্দ্রের বিজ্ঞাপনেও, ইন্দিরা এনেছিলেন বলেই কি সংবিধানে বাদ ‘সেকুলার’ ‘সোশালিস্ট’?
যদিও মহিলা সংরক্ষণের বিষয়টি আদৌ নতুন নয়। গত চার দশক ধরে বারবার, বিভিন্ন আমলেই এই বিল আনার চেষ্টা হয়েছে। তবে মহিলা সংরক্ষণের মধ্যে অনগ্রসর সমাজের মহিলাদের আলাদাভাবে সংরক্ষণ নির্দিষ্ট করে দেওয়া হবে কি না, সেই প্রশ্নে এই বিল নিয়ে বিতর্কও উসকে উঠেছিল। কিন্তু সব বিতর্ক সরিয়ে রেখেই এবার কার্যত বিনা বিরোধিতায় পাশ হয়ে গেল এই বিল। এবং তার পুরো কৃতিত্বই মোদিকে দিতে চাইছে বিজেপি শিবির। আসলে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে মহিলা ভোটের লক্ষ্যেই বড় পদক্ষেপ করল বিজেপি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সত্যি বলতে, মহিলা সংরক্ষণ বিল পেশের আগে, সংসদে বিশেষ অধিবেশনের শুরুতেই খোদ মোদি ঘোষণা করে বসেছেন যে, নতুন দেশ গড়ার মহৎ কাজের জন্য তাঁকেই বেছে নিয়েছেন ঈশ্বর। আর মহিলা সংরক্ষণ বিল পাশের মতো বড় পদক্ষেপ করে সেই বক্তব্যেই একরকম শিলমোহর দেওয়ার চেষ্টা দেখছেন অনেকে।
আরও শুনুন: যাত্রা থামল পুরোনো সংসদ ভবনের, এবার কী পরিণতি হবে এই ভবনের?
তবে পক্ষে বিপক্ষে যে মতই থাকুক না কেন, বিল পাশের পর উচ্ছ্বাসে মেতে উঠেছেন বিজেপির সাংসদ থেকে শুরু কর্মী সমর্থকরা। দেখা গিয়েছে, দিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে মোতায়েন করা হয়েছে মহিলা নিরাপত্তারক্ষী বাহিনী। আর সেখানেই বাজনা বাজিয়ে, নাচগান করে উল্লাস প্রকাশ করছেন বিজেপির মহিলা সদস্যরা। সেই উৎসবের আবহেই সদর দপ্তরে মোদিকে স্বাগত জানান তাঁরা। সংবর্ধনাও দেওয়া হয় তাঁকে। আর এরপরেই তাঁদের সামনে ঝুঁকে, পা ছুঁয়ে শ্রদ্ধা জানান খোদ মোদি। এই বিল মহিলাদের জন্যই বলে মহিলাদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এই বিলকে তিনি বলছেন নারীশক্তি বন্দন অধিনিয়ম। আর এই পদক্ষেপে নারীশক্তির জাগরণ ঘটবে, এবং তার ফলে অগ্রগতি হবে দেশেরই, এই প্রেক্ষিতে এমনটাই ঘোষণা প্রধানমন্ত্রী মোদির।