‘সরকার আসবে যাবে, পার্টি তৈরি হবে, কিন্তু এই দেশ যেন থেকে যায়’, একসময় গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছিল অটল বিহারী বাজপেয়ীর এই মন্তব্য। সবার আগে দেশ, এই মন্ত্রেই নিজের দলকে এগিয়ে চলার ‘শিক্ষা’ দিয়েছিলেন তিনি। সম্প্রতি মোদির গলাতেও শোনা গেল সেই একই সুর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলের সেই বিখ্যাত উক্তিকে স্মরণ করেই পুরনো সংসদ ভবনের অধিবেশন শেষ করলেন মোদি। ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী? আসুন শুনে নিই।
শেষ হল পুরনো সংসদ ভবনের অধিবেশন। চলতি অধিবেশনের বাকি পর্বগুলি অনুষ্ঠিত হবে নতুন সংসদ ভবনে। তাই শেষদিনে পুরনো ভবনের স্মৃতি চারণা করলেন সংসদের বেশিরভাগ সদস্যই। বাদ যাননি প্রধানমন্ত্রী মোদিও। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বলা ঐতিহাসিক মন্তব্য আবারও সকলের সামনে তুলে ধরলেন মোদি।
আরও শুনুন: জাতির উন্নতিতে অবিরাম কাজ, ‘গরিবদরদি’ মোদির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিচারপতি
ঠিক কী বলেছিলেন অটল?
১৯৯৬ সালের ৩১ মে। কেন্দ্রের ক্ষমতায় তখন বিজেপি। প্রধানমন্ত্রীর চেয়ারে অটল বিহারী বাজপেয়ী। বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কড়া ভাষায় জবাব দিতে বরাবরই অভ্যস্ত ছিলেন অটল। সংসদে এমনই অনাস্থা প্রস্তাবের বিতর্কের জবাবে বাজপেয়ী বলেছিলেন, ‘সরকার আয়েঙ্গে, যায়েঙ্গে, পার্টি বনেগি, বিগড়েগি, মগর ইস দেশ রহনা চাহিয়ে।’ অর্থাৎ সরকার আসবে, যাবে, পার্টি তৈরি হবে, কিন্তু এই দেশ যেন থাকে। এখানেই শেষ নয়। অটল স্পষ্ট করে জানিয়েছিলেন, দেশের গণতন্ত্র কখনও ক্ষুন্ন হলে চলবে না। তারপর কেটেছে অনেকগুলো বছর। এর মধ্যে দীর্ঘদিন কেন্দ্রের ক্ষমতায় ছিল কংগ্রেস। তবে বিগত ন-বছর ধরে আবারও দেশের দায়িত্ব সামলাচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর দেশের নতুন ‘নায়ক’ নরেন্দ্র মোদি। এদিন পুরনো সংসদ ভবনের শেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় সেই অটল-স্মৃতিই রোমন্থন করেছেন মোদি। কেন্দ্রের ক্ষমতা হারানোর পর অটল-এর এই বক্তব্য মুখের ভাষা ছিল বিজেপির প্রায় সমস্ত কর্মী সমর্থকদের। তাই নতুন করে মোদির মুখে সেই প্রসঙ্গ শুনে উচ্ছ্বসিত হয়েছেন অনেকেই। নতুন করে চর্চায় উঠে এসেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই বক্তব্য। অনেকেই নেট ঘেঁটে সেই ভিডিও দেখতে শুরু করেছেন বলেও শোনা যাচ্ছে। তবে প্রধানমন্ত্রীর এদিনের কথাবার্তা তাঁর সাম্প্রতিক ভাষণগুলির তুলনায় অনেকটাই আলাদা ছিল। বিগত কয়েকমাস ধরে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটকে প্রায় সব ক্ষেত্রেই তুলোধনা করতে শোনা গিয়েছে মোদিকে। তাঁর সমালোচনায় উঠে এসেছে বিভিন্ন বিরোধী নেতাদের নামও। সেইসঙ্গে তিনি একপ্রকার ঘোষনাই করে দিয়েছেন আগামী নির্বাচনেও তাঁর জয় নিশ্চিত। তবে এদিনের ভাষনের সুর একেবারেই অন্যরকম ছিল। আগাগোড়া বিনম্র থেকে অটল স্মৃতিতে ডুব দিলেন মোদি। সেইসঙ্গে দেশবাসীকে আরও একবার মনে করিয়ে দিলেন তাঁর দলের গৌরবময় অতীতের কথাও।