এশিয়া কাপে মুখোমুখি যুদ্ধে ভারত পাকিস্তান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত রোহিতের। সব উইকেট খুইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ২৬৬ রান তুলল ভারত। চন্দ্রজয়ের পর ফের নয়া ইতিহাস ভারতের। সূর্যের উদ্দেশে পাড়ি দিল দেশের প্রথম সৌরযান। আদিত্য-র সফল উৎক্ষেপণের পর ইসরোকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। বাহানাগার মর্মান্তিক দুর্ঘটনার তিন মাস পর চার্জশিট পেশ সিবিআই-এর। নাম রয়েছে ধৃত ৩ রেলকর্মীর। কর্মীদের ভুলেই ৩ ট্রেনের সংঘর্ষ, দাবি তদন্তকারীদের।
হেডলাইন:
আরও শুনুন: 1 সেপ্টেম্বর 2023: বিশেষ বিশেষ খবর- তৃতীয় বৈঠকে কো-অর্ডিনেশন কমিটি গড়ল ‘ইন্ডিয়া’, থাকছেন অভিষেকও
আরও শুনুন: 31 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- বহরমপুরে কলেজ ছাত্রী খুনে দোষী সুশান্তকে ফাঁসির সাজা আদালতের
বিস্তারিত খবর:
1. বৃষ্টির ভ্রূকুটির মধ্যেই এশিয়া কাপে মহারণ ভারত পাকিস্তানের। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসের শেষে সব উইকেট খুইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ২৬৬ রান তুলল ভারত।
খেলা শুরু হতেই বারবার বৃষ্টির আক্রমণ, তার মধ্যেই একের পর এক উইকেট হারায় টিম ইন্ডিয়া। শাহিনের বলে ১১ রানে বোল্ড হন রোহিত। তারপরেই ৪ রানে আউট হন বিরাটও। পর পর দু’ওভারে ভারতের অন্যতম দুই সেরা ব্যাটারকে ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। মাত্র ৪৮ রানের মধ্যেই তিন উইকেট চলে যায় ভারতের। ৩২ বল খেলে মাত্র ১০ রান করে আউট হন ওপেনার শুভমান গিলও। তবে ভারতের হয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়া। এদিনের ম্যাচে এক দিনের ক্রিকেটে সপ্তম অর্ধশতরান করে ফেললেন ঈশান, একইসঙ্গে একাদশতম অর্ধশতরান তুললেন হার্দিক। যদিও রউফের বলে বড় শট খেলতে গিয়ে ঈশান ক্যাচ দিলেন বাবরের হাতে। ৮২ রান করে আউট হলেন তিনি। ৮৭ রান করে আউট হার্দিকও। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামল ২৬৬ রানে। জেতার জন্য পাকিস্তানের দরকার ২৬৭ রান। দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে পরবর্তী ইনিংসে নামছে রোহিত ব্রিগেড।
2. আলাদা মহকুমার স্বীকৃতি পাবে ধূপগুড়ি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনেই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ ডিসেম্বরের আগে ধূপগুড়ি আলাদা মহকুমা হবে, সময় বেঁধে দিলেন অভিষেক।
এদিনের সভায় পৌঁছনোর আগেই রাস্তায় গাড়ি থামিয়ে আমজনতার অভাব-অভিযোগ শোনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দোমোহনি বাজার-সহ বেশ কিছু রাস্তা সংস্কার, ধূপগুড়ি হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, বিরুপাক খাল সংস্কার-সহ একাধিক কাজের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। এর আগে ধূপগুড়ি হাটের উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন অভিষেক। সেই কথা তিনি রেখেছেন। আর এবার ধূপগুড়িকে আলাদা মহকুমা করার দাবিও পূরণ করার আশ্বাস দিলেন তিনি। এদিন সভামঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি দীপেন প্রামানিক। তবে মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে যথারীতি আক্রমণ শানালেও, সিপিএমকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করতে শোনা যায়নি অভিষেককে। বরং লোকসভা ভোটে বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটের জয়ের পক্ষে সওয়াল করতে শোনা গিয়েছে তৃণমূল সাংসদকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।