রাখিপূর্ণিমায় অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী। ‘আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম।’ বিগ বি’র বাড়ি থেকেই সাফ দাবি মমতার। যাদবপুরে র্যাগিং রুখতে বসছে সিসি ক্যামেরা। ৩৮ লক্ষ টাকা মঞ্জুর শিক্ষা দপ্তরের। সাড়া রাজ্যপালের প্রস্তাবেও, ক্যাম্পাসে আসছে ISRO’র প্রতিনিধি দল। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজধানীতে কর্মসূচি তৃণমূলের। মিলল না রামলীলা ময়দানে ধরনার অনুমতি। উঠছে অধীর চৌধুরীর সাসপেনশন। শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত সংসদের প্রিভিলেজ কমিটির।
হেডলাইন:
আরও শুনুন: 29 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- একধাক্কায় কমল গ্যাসের দাম, ‘ইণ্ডিয়া’ জোটের কৃতিত্ব, দাবি মমতা-খাড়গের
আরও শুনুন: 28 আগস্ট 2023: বিশেষ বিশেষ খবর- দত্তপুকুর বিস্ফোরণে কড়া পদক্ষেপ, আইসি-ওসিকে সাসপেন্ড মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. রাখির দিনেই মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিতাভ-জয়া বচ্চনের আমন্ত্রণে গেলেন তাঁদের বাড়ি ‘জলসা’-তেও। ”আমরা সরকারে থাকলে ওঁকে ভারতরত্ন দিতাম”, জলসা থেকে বেরিয়ে সাফ জানালেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বরাবরই জয়া-অমিতাভের সুসম্পর্ক। ‘দিদির ডাকে’ সাড়া দিয়ে একাধিকবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ আলোকিত করেছেন বচ্চন-দম্পতি। আবার অমিতাভ-জয়া বচ্চনের থেকে জলসায় আসার আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রীও। সেইমতোই বুধবার বিকেল বেলা অমিতাভের বাড়িতে হাজির হলেন তিনি। গত বছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে অমিতাভকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি তুলেছিলেন মমতা। মুম্বইয়ে পৌঁছে এবারও একই কথা শোনা গেল মমতার মুখে। বর্ষীয়ান তারকাকে দুর্গাপুজো ও কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ করেছেন বলেও জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।
2. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কাণ্ডের জেরে এবার নেওয়া হল একাধিক পদক্ষেপ। ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানো নিয়ে জটিলতা কাটার মুখে। ক্যামেরা বসানোর খরচ বাবদ প্রায় ৩৮ লক্ষ টাকা বরাদ্দ করতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। এই বরাদ্দে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে অর্থ দপ্তর। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই মিটে যাবে প্রশাসনিক কাজও। তারপরেই সরাসরি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হবে ওই টাকা। প্রায় ৩৭ লক্ষ টাকা খরচে বিশ্ববিদ্যালয়ের দু’টি ক্যাম্পাস ও হস্টেল মিলিয়ে মোট দশটি জায়গায় ২৬টি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে বেশ কয়েকদিন আগেই। এবার অর্থবরাদ্দ হওয়ার ফলে সে কাজ শুরু হতে আর সমস্যা রইল না।
র্যাগিং রুখতে প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে সম্প্রতি ইসরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পরিপ্রেক্ষিতেই এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসতে চলেছে ইসরোর প্রতিনিধি দল। ৩১ আগস্ট প্রতিনিধি দল এলে কোনও সমস্যা নেই বলেই জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে ছাত্রমৃত্যুতে ১২ দিনের মাথায় জামিন অভিযুক্ত জয়দীপের। পুলিশের কাজে বাধা দেওয়ায় আরও দুই অভিযুক্ত দীপশেখর দত্ত ও মনতোষ ঘোষও জামিন পান এদিন। তবে তাঁরা জেল থেকে ছাড়া পাচ্ছেন না। কারণ তাঁদের বিরুদ্ধে প্রথম বর্ষের পড়ুয়াকে খুনের অভিযোগ রয়েছে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।