টিকিট পাঞ্চ করে মেট্রো রেলের কামরায় উঠলেন, আর উঠেই দেখলেন ভেতরে তো সবাই উৎসবের মেজাজে! নানা বয়সের সবাই কায়দার পোশাকে সেজে একে একে হেঁটে চলেছেন। ভাবলেন, হচ্ছেটা কী? না না, গল্প নয়, এমনটা সত্যিই ঘটেছে কিন্তু। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
মেট্রোর কামরায় প্যাসেজ ধরে হেঁটে চলেছেন মডেলরা। পরনে অভিনব কায়দার পোশাক। এমন দৃশ্য দেখলে চোখ চড়কগাছ হওয়াই স্বাভাবিক। কারণ ফ্যাশন র্যাম্পে যা দেখা যায়, মেট্রোর মতো কোনও পাবলিক ট্রান্সপোর্টে তা দেখার কথা নয়। কিন্তু সত্যি সত্যিই এমনটা ঘটেছে সম্প্রতি। ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষজন বা নিদেনপক্ষে ফ্যাশন নিয়ে খোঁজখবর যারা রাখেন, তাঁরা জানেন, ঝাঁ চকচকে হোটেল বা বলরুমে ‘সাজানো’ মার্জার সরণির বাইরেও বহুবার বহু ফ্যাশন শো আয়োজিত হয়েছে। এই যেমন ধরুন, ২০১৬-তে নিউ ইয়র্কের বার অ্যাসোসিয়েশনের লাইব্রেরিকে ফ্যাশন শোয়ের জন্য বেছে নেওয়া হয়েছিল। দৈত্যের মতো লম্বা চওড়া বুকশেলফগুলোর সামনে দিয়ে হেঁটে বেরিয়েছেন ফল/ইউন্টার কালেকশনে সাজা মডেলরা। ২০১৮ সালে আবার নিউ ইয়র্কের একটি প্রাচীন ইজিপশিয়ান মন্দিরকে ফ্যাশন শোয়ের জন্য বেছে নেওয়া হয়। সোনালি ও সাদার অভিজাত পোশাকের প্রদর্শনীর জন্য খ্রিস্টপূর্ব ১৫ শতকের এই Temple of Dendur একেবারেই মানানসই ছিল। তাহলে বোঝাই যাচ্ছে, পোশাকের ধরন, রং, সময় সবের ওপর ভিত্তি করেই, প্রদর্শনীর এই জায়গা বাছা যেতে পারে। এবং বেশ কয়েকবার এ ধরনের প্রয়াস বিদেশের নানা শহরে হয়েওছে। কিন্তু এবার এই প্রয়াস দেখা গেল, এ দেশেরই এক শহর, নাগপুরে।
আরও শুনুন: আকাশে নয়, পাহাড়ের গায়েই ফোটে রামধনু! কোথায় দেখা মেলে ‘রেনবো ওয়াটারফলে’র?
দিনে দুপুরে শহরের মেট্রোর কামরাই বদলে গিয়েছিল ফ্যাশন শো-র র্যাম্পে। যাত্রীদের বসার সিট বাদে মাঝের জায়গাটাই ব্যবহৃত হয়েছে ফ্যাশন শো-র স্পেস হিসেবে। আর সেখানে হেঁটে চলে নানান এথনিক পোশাকের প্রদর্শনী করেছেন মডেলরা। এগুলিকে শুধু পোশাক বললে ভুল হবে, সুতোয় গাঁথা গল্প যেন একেকটা। ৫ থেকে ৫০ সব বয়সের জন্য, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের মাকুতে বোনা একেকটি শিল্পকর্ম গায়ে সাজিয়ে ঘুরেছেন মডেলরা। কিন্তু এই শিল্পের স্রষ্টারা কেউই নামকরা কেউ নন। শহরের বিভিন্ন ফ্যাশন কলেজের ছাত্ররা, উঠতি ফ্যাশন ডিজাইনাররা এই পোশাকগুলি তৈরি করেছেন। আর তাঁরাই এইভাবে পাবলিক ট্রান্সপোর্টে সেগুলো প্রদর্শনীর কথা ভেবেছিলেন। অবশ্য সেই ভাবনা যে সত্যিই বাস্তবে সম্ভব হল, তার জন্য সাধুবাদ দিতে হয় নাগপুর মেট্রোর এক বিশেষ উদ্যোগ ‘celebration on wheel’ কে। যার মাধ্যমে কোনও দল, সংগঠন বা কোনও ব্যক্তি, চলতি গাড়িতে যাত্রীদের নানাধরনের মনোরঞ্জনের উদ্যোগ নিতে পারেন এবং মেট্রো রেলের তরফে বিনামূল্যে তার অনুমতি দেওয়া হয়। সেই সূত্রেই এবার নাগপুর মেট্রোর কামরাতেই ফ্যাশন শো-র সাক্ষী থাকলেন নিত্যযাত্রীরা।