ধর্মের আবরণ নেই। তবু স্বাধীনতা দিবস উপলক্ষে সাজো সাজো রব থাকে গোটা দেশেই। স্রেফ ভারত নয়, এমনটা দেখা যায় পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশেই। জাতীয় উৎসবে ছুটিও থাকে সর্বত্রই। কিন্তু এমনও কিছু দেশ রয়েছে যেখানে স্বাধীনতা দিবস পালনের বালাই নেই। তালিকায় রয়েছে কোন কোন দেশ? শুনে নিন।
দীর্ঘ দুশো বছরের পরাধীনতার শেষে নতুন দিনের ভোর। এত রক্ত, এত যন্ত্রণা পেরিয়ে সত্যি হয়েছিল এতদিনের অপেক্ষা। ১৯৪৭-এর ১৫ আগস্ট স্বাধীনতার নতুন সূর্যোদয়ের সাক্ষী হয়েছিল ভারতবর্ষ। একইভাবে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়েছিল বিশ্বের আরও অনেক দেশ। যদিও তার বেশিরভাগই বছরের অন্য কোনও দিনে। তবে সেই বিশেষ দিনের স্মরণে প্রতিবছর রাজকীয় ভাবে জাতীয় উৎসবের আয়োজন করে এই দেশগুলো। তবে এরও ব্যতিক্রম রয়েছে। বিশ্বে এমনও কিছু দেশ রয়েছে, যেখানে স্বাধীনতা দিবস পালিত হয় না।
আরও শুনুন: পাকিস্তানের নাগরিকত্ব নিচ্ছেন ভারতীয়রা! ইঙ্গিত মিলছে তথ্যে, কারণটা কী?
তালিকায় প্রথমেই বলতে হয় ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপালের কথা। সেখানে স্বাধীনতা দিবস বলে আলাদা পালনের চল নেই। এরপরই রয়েছে ডেনমার্ক। তবে ৫ জুন দিনটিকে জাতীয় দিবসের মতোই পালনের চল রয়েছে। কারণ এইদিনে ডেনমার্কের সংবিধান প্রণীত হয়। এরপরই বলতে হয় তাইল্যাণ্ডের কথা। এখানেও স্বাধীনতা দিবস পালনের নিয়ম নেই। তবে তাইল্যাণ্ডে ন্যাশানাল ডে হিসেবে ৫ ডিসেম্বর দিনটি পালন করা হয়। তালিকায় রয়েছে ফ্রান্সও। এখানেও পালিত হয় না স্বাধীনতা দিবস। এরপর বলতে হয় চীনের কথা। এই দেশের নিয়মকানুন বরাবরই খানিক আলাদা। স্বাধীনতা দিবস পালনেও সেই ব্যতিক্রম ধরা পরে। বিশ্বের যে গুটিকয়েক দেশে স্বাধীনতা দিবস পালনের চল নেই, তার মধ্যে চিনও অন্যতম। এছাড়া তালিকায় রয়েছে রাশিয়া কিংবা কানাডার মতো দেশ। যদিও এদের মধ্যে কিছু কিছু দেশে জাতীয় দিবস হিসেবে বছরের নির্দিষ্ট একটা দিন উদযাপনের চল রয়েছে। সেইসব দিনে এই দেশগুলোও সেজে ওঠে রাজকীয় ভাবেই। দেশ বিদেশের গণ্যমান্য অতিথিরা নিমন্ত্রিত থাকেন সেই উৎসবে।
আরও শুনুন: জ্ঞানের পথে বাধা নয় ধর্ম, রামায়ণ নিয়ে কুইজে সেরার খেতাব দুই মুসলিম পড়ুয়ার
কিন্তু কেমন এমনটা হয় জানেন?
আসলে এইসব দেশগুলো কখনও কারও উপনিবেশ ছিলই না। প্রথম থেকেই স্বাধীনভাবে রয়েছে নেপাল, ফ্রান্স কিংবা রাশিয়ার মতো দেশগুলো। হয়তো শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে। রাজতন্ত্র শেষ হয়ে, প্রতিষ্ঠা হয়েছে গণতন্ত্রের। কিন্তু কারও অধীনে থাকতে হয়নি কোনওদিন। সেই কারণেই এইসব দেশের কোনও স্বাধীনতা দিবস নেই।