বিয়ের ক্ষেত্রে ভারতবর্ষে আজও জাতপাত-ধর্ম নিয়ে প্রবল মাতামাতি। এমনকী অন্য ধর্মে বা ভিন্ন জাতে বিয়ের কারণে ঘটে অনার কিলিং-এর ঘটনাও। এবার তার বিরুদ্ধেই পদক্ষেপ করল রাজস্থান। অনার কিলিং রুখতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হল সে রাজ্যে? আসুন শুনে নিই।
ভালবাসা জাত-পাত ধর্মের বেড়া মানে না। কিন্তু সামাজিক কাঠামোর মধ্যে আজও এই বিষয়গুলির প্রবল উপস্থিতি। আর তাই অন্য ধর্মে বা ভিন্ন জাতে বিয়ে করে যুগলদের আজও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। রাজস্থানের মতো রাজ্যে তো এই নিয়ে ঘটে যায় অনার কিলিং-এর মতো ঘটনাও। আর তা রুখতেই এবার বিশেষ পদক্ষেপ করল রাজস্থান পুলিশ।
আরও শুনুন: মুসলিম বাসিন্দা নেই একজনও, তবু সমারোহে মহরম পালন কর্ণাটকের গ্রামে
সম্প্রতি জানানো হয়েছে, ভালবেসে যাঁরা বিয়ে করছেন তাঁদের সুরক্ষা দেবে রাজ্য পুলিশ। প্রতিটি জেলা ভিত্তিতে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। যাঁদের ফোন নম্বর প্রকাশ করা হবে। ভিন্ন ধর্মে বা জাতে বিয়ে করে যদি কোনও যুগল বিপদে পড়েন বা সেরকম সম্ভাবনা থাকে, তবে তখনই এই অফিসারদের সঙ্গে যোগাযোগ করা যাবে। সেক্ষেত্রে পুলিশের পক্ষেও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
আরও শুনুন: নতুন যুগের রানার তাঁরা, শ্রমিকের সুবিধা কি আদৌ পাবেন?
অনার কিলিং-এর ঘটনা রুখতে এর আগেও ব্যবস্থা নিয়েছে রাজস্থান। সে রাজ্যের আইনসভায় এই সংক্রান্ত বিলও পাশ হয়েছে। যা আইনে পরিণত হলে, অনার কিলিং-এর ঘটনায় অভিযুক্ত হলে কঠোর শাস্তিরও ব্যবস্থা আছে। তার আগেই আদালতের নির্দেশ অনুযায়ী যুগলদের বাঁচাতে এই পদক্ষেপ করেছে রাজস্থান পুলিশ। মহিলা সমাজকর্মীরা পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। পুলিশি সুরক্ষা এই ধরনের ঘটনাকে হয়তো খানিকটা নিয়ন্ত্রণে আনতে পারবে। এদিকে ইতিমধ্যেই পারিবারিক সম্মান রক্ষার দরুন যাঁরা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরা আশ্রয়ের খোঁজ করছেন । তাঁদের জন্য আশ্রয়স্থল বা শেল্টার হোম জরুরি বলেও জানিয়েছেন তাঁরা। তবে অনার কিলিং রুখতে পুলিশ এবং প্রশাসন যেভাবে সক্রিয় হয়েছে, তা ইতিবাচক বার্তাই বয়ে এনেছে রাজস্থানের রাজনীতিতে।