অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে শাড়ি পরে বসে থাকবেন মুসলিম নেতারা। কেন্দ্রের এক দেশ এক আইন নীতিকে বিঁধে বিতর্কিত মন্তব্য AIUDF প্রধান বদরুদ্দিন আজমলের। ঠিক কী বলেছেন ওই মুসলিম নেতা? আসুন, শুনে নেওয়া যাক।
২০২৪ নির্বাচনের আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সরগরম গোটা দেশ। ব্যক্তিগত ক্ষেত্রে নানা অন্যায়, অসাম্যের বিরুদ্ধে কেন সুবিচার পাবেন না মুসলিম নারীরা? এই প্রশ্নেই দেশ জুড়ে এক আইন চালু করার পক্ষে যুক্তি সাজিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিজেপি শিবির যতই সওয়াল করুক, মুসলিম সম্প্রদায়ের তরফে বারে বারেই উসকে উঠছে আপত্তির সুর। এবার সেই একই সুরে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে তোপ দাগলেন AIUDF প্রধান বদরুদ্দিন আজমল।
আরও শুনুন: ফের ২৬/১১ দেখবে ভারত! পাক বধূকে না ফেরালে হামলা, গেম-প্রেম কাণ্ডে হুমকি মুম্বই পুলিশকে
অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে কার্যত অস্তিত্ব হারাবে মুসলিম ল বোর্ড। মুসলিম সম্প্রদায়ের জন্য আলাদা করে কোনও আইনি ব্যবস্থা থাকবে না। আর সেইখানেই আপত্তি মুসলিম সম্প্রদায়ের একটা বড় অংশের। তাদের দাবি, আসলে মুসলিমদের ধর্মের উপরেই আঘাত হানবে এই নয়া আইনি ব্যবস্থা। তাই মোদি সরকার অভিন্ন দেওয়ানি বিধি রূপায়ণের উদ্যোগ নিতেই পালটা আন্দোলন শুরু করেছে তারা। এর আগেই মুসলিম সম্প্রদায়ের তরফে এই নীতির জোর বিরোধিতা করেছেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আসলে অভিন্ন নয়, ‘হিন্দু দেওয়ানি বিধি’ চালুর উদ্যোগ নিচ্ছেন মোদি- মুসলিমদের হয়ে পালটা সওয়াল করেছেন তিনি। আর এবার বদরুদ্দিন আজমলও প্রকারান্তরে অভিযোগ করলেন, আসলে মুসলিমদের নিজস্বতা, তাদের স্বাতন্ত্র্যকেই নাকচ করতে চাওয়া হচ্ছে এই নীতির মাধ্যমে। ব্যঙ্গের সুরেই তিনি বলেছেন, “এই নীতি চালু হলে আমরা সকলে শাড়ি পরতে শুরু করব। সবসময় নয়, মাঝে মাঝে দাড়ি রাখতে পারি। মাংস খাওয়াও ছেড়ে দেব। তাহলে কি সরকার খুশি হবে?”
আরও শুনুন: ৩ কোটি টাকা দান করতেন দিনে! গ্যারেজ থেকে ব্যবসা শুরু করে আড়াই লক্ষ কোটির মালিক ব্যক্তি
আসলে বিজেপি সরকারের একাধিক আচরণকেই মুসলিমবিরোধী বলে অভিযোগ করে থাকেন বিরোধীরা। তা ছাড়া বিজেপি নেতাদের কথায় মাঝে মাঝেই স্পষ্ট হয়ে ওঠে মুসলিম বিদ্বেষ। আর সেই ইস্যু টেনেই মুসলিম সংগঠনগুলির একাংশের দাবি, অভিন্ন দেওয়ানি বিধি আসলে মুসলিমদের কোণঠাসা করারই নয়া ষড়যন্ত্র। ওয়েইসি-র পর তাই ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে সুর চড়ালেন AIUDF প্রধানও।