বিজেপির হয়ে প্রায়শই কথা বলতে শোনা যায় কঙ্গনা রানাউতকে। দেশপ্রেমকে হাতিয়ার করে সেই যে তিনি সরব হওয়া শুরু করেছিলেন, তার পর থেকে যেন দলের অঘোষিত মুখপত্রই হয়ে উঠেছেন। অথচ সেই দলেরই নেতা বলছেন, কথা দিয়ে কথা রাখেন না অভিনেত্রী। বরং ঠকিয়েছেন। ঠিক কেন এত খাপ্পা ওই বিজেপি নেতা? আসুন শুনে নেওয়া যাক।
কঙ্গনা রানাউতের উপর বেজায় খাপ্পা বিজেপি নেতা মায়াঙ্ক মাথুর। তাঁর অভিযোগ, একটি সিনেমা শুরুর আগে কঙ্গনা তাঁর সূত্র ধরেই একাধিক কাজ হাসিল করে নিয়েছেন। কিন্তু তারপর তাঁকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা আর পূরণ করেননি। ঘটনায় তিনি এতটাই ক্ষুব্ধ যে, আদালতে যাওয়ার কথাও ভাবছেন।
আরও শুনুন: শাহরুখ ভিলেন হলে হিরোরাও কাত! নয়া ছবির ডায়লগে কি সানি-কে একহাত নিলেন বাদশা?
ঘটনার সূত্রপাত কঙ্গনার ‘তেজস’ ছবির শুটিং-কে কেন্দ্র করে। সে সময় ছবির প্রয়োজনে বিভিন্ন জায়গায় শুটিং-এর অনুমতির দরকার ছিল। মায়াঙ্কের দাবি, তিনিই তাঁর পরিচিত খাটিয়ে রাজনাথ সিং-এর কঙ্গনার বৈঠক করানোর ব্যবস্থা করেন। বিনিময়ে এই সিনেমায় তাঁকে মিনিট পনেরো অভিনয়ের সুযোগ দেবেন কঙ্গনা, এমনটাই ছিল প্রতিশ্রুতি।
আরও শুনুন: ৭০ ছুঁইছুঁই বয়সেও ‘ফ্যান্টাসি কুইন’! ‘ভোগ’-এর কভার থেকে এবার রেখার আবির্ভাব বার্বি লুকে
বিজেপি নেতার অভিযোগ, এর পর যখন বৈঠক হয়ে যায়, তখন তাঁর অভিনিয়ের অংশ অনেকটাই বাতিল করে দেওয়া হয়। এ ছাড়া পারিশ্রমিক নিয়েও তাঁকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর তাই আদালতে যাওয়ার কথা ভাবছেন তিনি। মায়াঙ্কের দাবি, এই সমস্ত কথাবার্তাই হয়েছিল মৌখিক। কোনও চুক্তিপত্রের ধার ধারেননি অভিনেত্রী। নেতার আক্ষেপ, ‘তেজস’ সিনেমাটির জন্য বিশেষ বিশেষ জায়গায় শুটিং করার প্রয়োজন হয়েছিল কঙ্গনার। কিন্তু সে সব জায়গায় শুটিং-এর অনুমতি পাওয়া মোটেও সহজ নয়। আর তাই, নেতাকে ধরেছিলেন কঙ্গনা। অনুরোধ করেছিলেন, রাজনাথ সিং-এর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য। পরিচিতির খাতিরে সেটাই করেছিলেন মায়াঙ্ক। যদিও কাজ হয়ে যাবার পর আর পুরনো কথা মনে রাখেননি অভিনেত্রী। এমনকী নেতার অভিনয়ের অংশও অভিনেত্রীর কাছে গুরুত্বহীন হয়ে গিয়েছে। ফলত কঙ্গনার উপর এই মুহূর্তে বেজায় চটে রয়েছেন ওই বিজেপি নেতা। খাপ্পা ছবির পরিচালকের উপর। শুটিং মিটে গেলে তাঁর পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে, এমনটাই কথা দেওয়া হয়েছিল। কঙ্গনা নিজেও সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও পরে আর সে কথা রাখেননি অভিনেত্রী। আর তাই প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে কঙ্গনা ও পরিচালকের বিরুদ্ধে আদালতে যেতেও যে তিনি তৈরি, সে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিজেপি নেতা।