বিশ্বকাপের আসর বসছে ভারতে। একটাও ম্যাচ মিস করতে চান অধিকাংশ ক্রিকেটপ্রেমীই। কিন্তু খেলা তো আর একটা শহরে হবে না! তাই নিজের শহরে ছেড়ে অন্য কোথাও খেলা দখতে গিয়ে কোথায় থাকবেন? তা নিয়েই চিন্তায় পড়েছেন অনেকে। এই সমস্যা মেটাতেই এবার নতুন উদ্যোগ নিয়েছে ওয়ো। ঠিক কী করতে চলেছে এই সংস্থা? আসুন শুনে নিই।
এক ক্লিকেই হয়ে যাবে হোটেল বুকিং। তাও আবার ঘরে বসেই। ওয়ো-র সুবাদে সহজেই এমনটা করা সম্ভব। দেশের যেকোনও জায়গায় এই সংস্থার মাধ্যমে হোটেল বুক করা সম্ভব। এবার ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এক বিশেষ চমকের কথা ঘোষণা করেছে তারা। যে শোনার পর যারপরনায় খুশি গোটা দেশের ক্রিকেট ফ্যানেরা।
আরও শুনুন: জুতো খুলে লিখেছিলেন নব রামায়ণ, ‘আদিপুরুষ’ বিতর্কে নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই মনোজ
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ ভারত। একটিও আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ হারাতে চাইছেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। নিজের শহরে তো বটেই, দেশের অন্যান্য প্রান্তেও ম্যাচ দেখতে যাবেন বলে ঠিক করেছেন অনেকেই। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হল রাত কাটানো নিয়ে। ম্যাচ তো একটা নির্দিষ্ট সময় শেষ হবে, তারপর বাড়ি ফেরার সুযোগ নাও মিলতে পারে। কিংবা কেউ যদি অনেকটাই দূর থেকে আসেন, তাহলে তাঁকে আগের দিন নির্দিষ্ট শহরে রাত কাটাতে হবে। ভরসা বলতে হোটেল। কিন্তু সব জায়গায় তো আর হোটেলের সংখ্যাও বেশি নয়। তাই বিশ্বকাপের ম্যাচ দেখে কোথায় থাকবেন, অনেকেই ইতিমধ্যে সেই চিন্তা করতে শুরু করেছেন। এই আবহে চমকপ্রদ ঘোষণা করেছে হোটেল বুকিং সংস্থা ওয়ো। জানা গিয়েছে, আগামী তিন মাসে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৫০০টি নতুন হোটেলের সঙ্গে যুক্ত হবে ওয়ো। মূলত যেসব শহরে বিশ্বকাপের আসর বসছে সেখানকার হোটেলগুলোর সঙ্গেই যুক্ত হওয়ার কথা জানিয়েছে এই সংস্থা। তাঁদের দাবি, সবকটি হোটেলই স্টেডিয়ামের একেবারের কাছে হবে। যাতে সেখান থেকে সহজেই খেলা দেখতে যেতে পারে ক্রিকেটপ্রেমীরা।
আরও শুনুন: ‘কোরান নিয়ে এমন সিনেমা বানিয়ে দেখান!’ ভাবাবেগের প্রশ্নে ‘আদিপুরুষ’ নির্মাতাদের ‘তোপ’ বিচারপতির
সাধারণ পদ্ধতিতে হোটেল বুক করলে, অর্থাৎ নির্দিষ্ট হোটেলে গিয়ে ঘর খুঁজলে অনেকসময়ই পাওয়া যায় না। এক্ষেত্রে বিশেষ সুবিধা হয় ওয়ো-র মাধ্যমে অগ্রিম বুকিং সেরে নিলে। তবে যেসব হোটেলে এইভাবে বুকিং-এর সুবিধা নেই, সেখানে বেজায় সমস্যায় পরতেন সাধারণ মানুষ। বিশ্বকাপ চলাকালীন এই সমস্যা আরও বাড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। তাই অনেকেই মনে করছেন এইসব কিছু মাথায় রেখেই এমন ঘোষণা করেছে ওয়ো। সংস্থার তরফেও যদিও তেমনটাই দাবি করা হচ্ছে। বিশ্বকাপের সময় একদিকে তাঁদের ব্যবসা যেমন বাড়বে, তেমন ফ্যানদেরও বিশেষ সুবিধা হবে বলেই দাবি সংস্থা। ইতিমধ্যেই বিশ্বকাপের আয়োজক শহরগুলিতে হোটেলের চাহিদা তুঙ্গে বলেই শোনা যাচ্ছে। আর সেই চাহিদা মেটাতে ওয়ো-র এই নতুন উদ্যোগ যথেষ্ট কাজে আসবে, এমনটাই দাবি ওই সংস্থার।