২০২৪ নয়, পাখির চোখ ২০৪৭। মন্ত্রীপরিষদের বৈঠকে এবার আরও বড় লক্ষ্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে গোটা দেশজুড়ে ২০২৪ লোকসভাকে পাখির চোখ করেছে প্রায় সবকটি বিরোধী দল, সেখানে মোদির মুখে এমন কথা শুনে বেশ অবাক রাজনৈতিক মহল। নেপথ্যে ঠিক কী যুক্তি দিয়েছেন তিনি? আসুন শুনে নিই।
২০২৪ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো মহাজোটের ডাক দিয়েছে। বিজেপির তরফেও এতদিন এই প্রসঙ্গে একাধিক মন্তব্য সামনে এসেছে। আগামী লোকসভা নির্বাচন নিয়ে যে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশের রাজনৈতিক মহল, একথা বলাই বাহুল্য। কিন্তু এই আবহে ভিন্ন বার্তা শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। স্বাধীনতার শতবর্ষ পূর্তিকে এবার পাখির চোখ বানানোর নির্দেশ দিলেন তিনি।
আরও শুনুন: রাজীব, মনমোহনের থেকে মোদির বিদেশসফর অনেকটাই আলাদা, কেন এমন দাবি বিদেশমন্ত্রীর?
সম্প্রতি দিল্লির প্রগতি ময়দানে কেন্দ্রীয় মন্ত্রীপরিষদের এক বৈঠকে ঠিক এমনটাই বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। বৈঠকে উপস্থিত ছিলেন, প্রায় সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী। ছিলেন বিভিন্ন দপ্তরের সচিবরাও। সকলকেই এদিন ২০৪৭ কে পাখির চোখ করার বার্তা দিয়েছেন মোদি। হিসাব অনুযায়ী স্বাধীনতার শতবর্ষপূর্তিও হবে ওই বছরেই। সেই উপলক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা রয়েছে মোদির। ২০৪৭ পর্যন্ত সময়টিকে ‘অমৃত কাল’ বলে চিহ্নিত করেছেন তিনি। তার কথায়, আগামী ২৫ বছর বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন দেখবে দেশবাসী। কর্মসংস্থান থেকে আরম্ভ করে প্রযুক্তিগত ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে ভারতবর্ষ, এমনটাই দাবি করেছেন মোদি। একইসঙ্গে এদিনের বৈঠকে উপস্থিত মন্ত্রীদের একটি ক্যালেন্ডার তৈরির কথাও বলেছেন প্রধানমন্ত্রী। যেখানে কেন্দ্র সরকারের ১২টি প্রধান উদ্যোগ, যা দেশের সামগ্রিক উন্নতিতে যথেষ্ট ভূমিকা নিয়েছে, তা উল্লেখ করতে বলেছেন মোদি।
আরও শুনুন: সংখ্যালঘুরা বেশি সুবিধা পেয়েছেন মোদির আমলেই! কোন তথ্যে এমন দাবি বিজেপি নেতার?
প্রধানমন্ত্রী হিসেবে ৯ বছর কাটিয়ে ফেলেছেন মোদি। কেন্দ্র সরকারের দায়িত্বে রয়েছে বিজেপি। সে কথা মনে করিয়ে মোদির দাবি, এই ন-বছরে দেশের অনেক উন্নতি হয়েছে। প্রায় সবক্ষেত্রেই এগিয়েছে ভারত। তাই এই ইস্যুগুলিকে দেশবাসীর সামনে তুলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী। ক্যালেন্ডার তৈরি করে আসলে সেই কাজই করতে বলেছেন মোদি। এই বৈঠক যে যথেষ্ট সফল হয়েছে, তা নেটদুনিয়ায় জানিয়েছেন মন্ত্রীপরিষদের অনেকেই। তাঁরাও প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। তবে রাজনৈতিক মহল এই বৈঠকে হওয়া আলচনাকে বিশেষ নজরে দেখছেন। যেখানে অন্যান্য বিরোধী দলগুলি ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে বিশেষ ভাবে প্রস্তুতি নিচ্ছে সেখানে মোদির ২০৪৭ নিয়ে পরিকল্পনা নতুন করে ভাবাচ্ছে অনেককেই।