সংখ্যালঘুর অধিকার নিয়ে মোদিকে প্রশ্ন করে শিরোনামে এসেছেন মার্কিন সাংবাদিক সাবরিনা সিদ্দিকি। ধর্মে তিনি মুসলিম। আর সেই পরিচয়ের কারণেই বিদ্রুপের শিকার হয়েছিলেন তিনি। এবার সেইসব কটাক্ষের পালটা দিলেন সাবরিনাও। কী বলেছেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
ভারতে সংখ্যালঘুর অধিকার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন শানিয়েছিলেন সাংবাদিক সাবরিনা সিদ্দিকি। তাঁর সাফ প্রশ্ন ছিল,”দেশের মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকারের রক্ষা ও বাক্স্বাধীনতা রক্ষায় আপনি ও আপনার সরকার কী কী পদক্ষেপ করছেন?” সে প্রশ্নের উত্তরে দেশের গণতন্ত্রের কথা বলেছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, সব কা সাথ, সব কা বিকাশ-ই তাঁর সরকারের উন্নয়নের মন্ত্র। কিন্তু এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন কট্টর হিন্দুত্ববাদীদের একাংশ। সাবরিনা নিজেও ধর্মপরিচয়ে মুসলিম। জানা গিয়েছে, তাঁর বাবা জন্মসূত্রে এ দেশের মানুষ হলেও পরে তাঁর পরিবার পাকিস্তানে চলে যায়। সেই পরিচয় টেনেই এই মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন হিন্দুত্ববাদীরা। এবার সোশ্যাল মিডিয়াতেই সেই আক্রমণের পালটা জবাব দিলেন এই অভিজ্ঞ সাংবাদিক।
আরও শুনুন: ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে মোক্ষম প্রশ্ন মোদিকে, কে এই সাবরিনা সিদ্দিকি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি পুরোনো ছবি ফের পোস্ট করেছেন সাবরিনা। যেখানে দেখা যাচ্ছে, টিম ইন্ডিয়ার জার্সি পরে টিভি দেখছেন তিনি। পাশে ছিলেন তাঁর বাবা জামির সিদ্দিকিও। ২০১১ সালের ২ এপ্রিল ওই ছবিটি পোস্ট করেছিলেন সাবরিনা। আপামর ভারতীয়ই মনে রেখেছেন, সেই দিনে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। সাবরিনার পরনের জার্সি এবং মুখের ভাব থেকেই স্পষ্ট, ধোনি ব্রিগেডের জয়ের জন্য মুখিয়ে ছিলেন তিনি। ১২ বছর পরে ফের সেই ছবি রিপোস্ট করে সাবরিনা লিখেছেন, অনেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছেন। কিন্তু সেটা কেবল একটি দিক নিয়েই। তাই গোটা ছবিটা আসলে এমনই, বক্তব্য সাবরিনার।
আরও শুনুন: ভারতেও আছে ‘হুসেন ওবামা’! হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে ক্ষিপ্ত বিরোধীরা, পালটা তোপ কংগ্রেসের
আসলে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীরা বারেবারেই অভিযোগ তোলেন, দেশের সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। সেই সুরই শোনা গিয়েছে সাবরিনার কথায়। তাঁর এই প্রশ্নকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়েছেন বিজেপি নেতা তথা দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য। ইতিমধ্যেই পাক-আমেরিকান সাবরিনাকে ‘ইসলামপন্থী’র তকমাও দিয়ে বসেছে গেরুয়া শিবিরের একাংশ। এদিকে সাবরিনার সমর্থনে মুখ খুলে ‘অল্ট নিউজ’-এর অন্যতম কর্ণধার মহম্মদ জুবের জানিয়েছেন, সাবরিনার প্রপিতামহ ছিলেন শিক্ষাবিদ স্যর সৈয়দ আহমেদ খান। এ দেশে সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার প্রসারে যাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর বংশধরকেও যে ‘ভারত-বিরোধী’-র তকমা দেওয়া হচ্ছে, তা দেখে রীতিমতো ক্ষুব্ধ জুবের। আর এবার ভারতের জার্সি দিয়েই ট্রোলের মুখ বন্ধ করতে প্রয়াসী হলেন খোদ সাবরিনা সিদ্দিকি।
Since some have chosen to make a point of my personal background, it feels only right to provide a fuller picture. Sometimes identities are more complex than they seem. pic.twitter.com/Huxbmm57q8
— Sabrina Siddiqui (@SabrinaSiddiqui) June 24, 2023