সদ্যই মুক্তি পেয়েছে ‘আদিপুরুষ’। বিভিন্ন ইস্যুতে ইতিমধ্যেই নেটদুনিয়ার চর্চার কেন্দ্রে এই সিনেমা। সিনেমার একাধিক দৃশ্য নিয়ে হাসির রোল তুলেছেন নেটজেনরা। সেই সঙ্গে বিভিন্ন চরিত্রর সঙ্গে তুলনা টানা হচ্ছে জনপ্রিয় ব্যক্তিত্বদের। সেই তালিকায় রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেও। সম্প্রতি তাঁর সঙ্গে সিনেমায় দেখানো বানরের তুলনা টেনে বিপাকে পড়েছেন এক যুবক। ঠিক কী করেছে ওই যুবক? আসুন শুনে নিই।
বনবাস পর্ব থেকে আরম্ভ করে সীতা উদ্ধার। আদিপুরুষ সিনেমাটি রামায়ণ এই অংশের উপরই নির্মিত। মুক্তির আগেই ছবিটি নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছিল। যা এখনও বর্তমান। তবে মুক্তির আগে দর্শকরা এই সিনেমা নিয়ে যতটা উৎসাহিত ছিলেন, মুক্তির পর সেই উৎসাহে অনেকটাই ভাটা পড়েছে। কারণ অবশ্যই ছবিটির একাধিক অবাস্তব দৃশ্য। স্বাভাবিক ভাবেই নেটদুনিয়া ভরে উঠেছে ট্রোল আর মিম-এ।
আরও শুনুন: স্কুলের প্রার্থনা সঙ্গীতে আজান! অভিভাবকদের বিক্ষোভের জেরে সাসপেন্ড শিক্ষক
সম্প্রতি সেই মিম বানিয়েই বেজায় বিপাকে পড়েছেন এই যুবক। যদিও তাঁর বানানো মিম, সিনেমাটি নিয়ে কোনও কটাক্ষ করেনি। ওই যুবক স্রেফ সিনেমার এক চরিত্রর সঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর মিল খোঁজার চেষ্টা করেছেন। এবার এই ছবিতে দেখানো চরিত্রদের সিংহভাগই হয় রাক্ষস নয় বানর। এঁদের মধ্যে ওই যুবকের মনে হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেজায় মিল রয়েছে এক বানরের। তাই একনাথ শিণ্ডে এবং সিনেমায় দেখানো ওই বানরের ছবি পাশাপাশি রেখে একটি টুইট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আদিপুরুষে একনাথ শিণ্ডেও ছিলেন? যা দেখে সকলেরই মনে হয়েছে, ওই যুবক প্রমাণ করতে চেয়েছেন ওই বানরের চরিত্রে অভিনয় করেছেন একনাথ শিণ্ডে। টুইট দেখে রীতিমতো হইচই শুরু হয় নেটদুনিয়ায়। অনেকেই হাসির রোল তোলেন।
আরও শুনুন: তিক্ত সম্পর্কে আশ্রয় নেই, একলা নারীদের ঠাঁই দিত ‘ডিভোর্স মন্দির’
কিন্তু যুবকের এই আচরণ মোটেও পছন্দ হয়নি মহারাষ্ট্র পুলিশের। তখনই যুবকের টুইটে মহারাষ্ট্র পুলিশের তরফে হুঁশিয়ারি শোনানো হয়। প্রথমে যুবকের ফোন নাম্বার জানতে চায় পুলিশ। তারপর ওই টুইট ঘিরে আরও জোর চর্চা শুরু হয়। অনেকেই যুবকের পাশে দাঁড়িয়ে, বাক স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সেইসঙ্গে ভেসে আসে একাধিক কমেন্ট। অনেকে আবার যুবকের বিরুদ্ধেও আওয়াজ তোলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এমন মশকরা করা উচিত হয়নি বলেই দাবি করেন অনেকে। শেষপর্যন্ত চাপের মুখে পড়ে টুইটটি ডিলিট করতে বাধ্য হয় ওই যুবক।